শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

রাজ্যে মোটা বেতনে কন্যাশ্রী-তে চাকরির সুযোগ! কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত পদ্ধতি

মৌসুমী মোদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৬:১৫ পিএম | আপডেট: মার্চ ২৪, ২০২২, ১২:১৫ এএম

রাজ্যে মোটা বেতনে কন্যাশ্রী-তে চাকরির সুযোগ! কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত পদ্ধতি
রাজ্যে মোটা বেতনে কন্যাশ্রী-তে চাকরির সুযোগ! কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত পদ্ধতি

আপনি কি স্নাতক উত্তীর্ণ? সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে এক সুখবর! রাজ্যে সরকারি প্রকল্পে নতুন করে তৈরি হয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে কন্যাশ্রী প্রকল্পের জন্য শূন্যপদে চলছে নিয়োগ৷ মোটা অঙ্কের বেতনে  ডেটা ম্যানেজার পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই যোগাযোগ করুন।

এবার একনজরে দেখে নেওয়া যাক শূন্যপদের সংখ্যা, আবেদন পদ্ধতি ও আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সহ বিস্তারিত সব খুঁটিনাটি!

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৩।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:
প্রার্থীকে যেকোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকা আবশ্যক। ডেটা এন্ট্রি সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তবে ফ্রেশাররাও এই পদে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জলপাইগুড়ির বাসিন্দা হতে হবে।

নিয়োগ পদ্ধতি: 
লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং সাক্ষাৎকারেরর ভিত্তিতে নিয়োগ করা হবে।

নিয়োগের স্থান:
জলপাইগুড়ির বানারহাট, ক্রান্তি ও রায়গঞ্জে চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে।

বেতন:
এই পদের জন্য ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা বেতন পাবেন যোগ্য প্রার্থীরা।

কীভাবে আবেদন করবেন?
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জনজাতি, বয়স ও অভিজ্ঞতার সার্টিফিকেট সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য জলপাইগুড়ির জেলাশাসক অফিসের দ্বিতীয় তলে কন্যাশ্রী বিভাগের ড্রপবক্সে জমা দিতে হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
আপাতত শুরু হয়ে গিয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ আগামী ৩০ মার্চ, ২০২২।

এছাড়াও পরীক্ষার দিনক্ষণ ও স্থান সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য জানার জন্য জেলাশাসকের দপ্তরের সরকারি ওয়েবসাইটে http://www.jalpaiguri.gov.in –তে ক্লিক করতে পারেন।