বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চাকরিপ্রার্থীদের দারুণ সুযোগ! বিপুল শূন্যপদে SSC-তে নিয়োগ! কোনদিন কী পরীক্ষা? রইল সূচী

মৌসুমী মোদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০২:৩০ পিএম | আপডেট: জুলাই ৭, ২০২২, ০৮:৩০ পিএম

চাকরিপ্রার্থীদের দারুণ সুযোগ! বিপুল শূন্যপদে SSC-তে নিয়োগ! কোনদিন কী পরীক্ষা? রইল সূচী
চাকরিপ্রার্থীদের দারুণ সুযোগ! বিপুল শূন্যপদে SSC-তে নিয়োগ! কোনদিন কী পরীক্ষা? রইল সূচী / প্রতীকী ছবি

নিরাপদ ও নিশ্চিন্ত ভবিষ্যতের জন্য দেশের অধিকাংশ তরুণ-তরুণীই সরকারি চাকরির দিকে ঝোঁক রয়েছে৷ এবার তাঁদের জন্য রয়েছে দারুণ সুযোগ। সম্প্রতি হাজার হাজার কর্মসংস্থানের উদ্যোগে দেশজুড়ে নানা বিভাগে শুরু হতে চলেছে নিয়োগ। চলতি বছরে SSC-তে নানা বিভাগে বিপুল হারে নিয়োগ হবে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

SSC-তে কমপক্ষে প্রায় ৪২০০০ শূন্যপদ নিয়োগ শুরু হবে। জানা গিয়েছে, এবছরের মধ্যেই ১৫,৫০০ পদের নিয়োগ সম্পূর্ন করা হবে। এছাড়াও আরও নানা পদে নিয়োগ হবে। এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের নাগরিক আবেদন করতে পারবেন জানানো হয়েছে।

আগামী অগাস্ট মাস থেকেই পরীক্ষার মাধ্যমে এই নির্বাচন শুরু হতে চলেছে। ইতিমধ্যেই ফর্ম ফিলাপ থেকে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। এবার জেনে নেওয়া যাক কোন দিন কী পরীক্ষা ধার্য করা হয়েছে।

স্টেনোগ্রাফার গ্রেড C/D
বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ২০ আগস্ট, ২০২২। ফর্ম ফিলাপের তারিখ ৫ সেপ্টেম্বর, ২০২২। পরীক্ষার নেওয়া হতে পারে নভেম্বরে।

Combind Graduate Level ( CGL study exam )
বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১০ সেপ্টেম্বর, ২০২২। ফর্ম ফিলাপের তারিখ ১অক্টোবর, ২০২২। পরীক্ষা ডিসেম্বর মাস নাগাদ হতে পারে।

সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৫, সেপ্টেম্বর ২০২২। ফর্ম ফিলাপ হবে অক্টোবর ৩, ২০২২। পরীক্ষা ডিসেম্বরে হতে পারে।

সেন্ট্রাল আর্মড ফোর্সেস SSF/ Rifleman
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১০ ডিসেম্বর, ২০২২। ফর্ম ফিলাপের তারিখ ১৯ জানুয়ারি, ২০২৩। পরীক্ষা আগামী বছর মার্চ এপ্রিলের মধ্যে হতে পারে।