শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টিম ইন্ডিয়া শিবিরে ফের করোনা হানা! আক্রান্ত আরও ১ সাপোর্ট স্টাফ, অনিশ্চিত ম্যাঞ্চেস্টার টেস্ট

০৫:৩৯ পিএম, সেপ্টেম্বর ৯, ২০২১

টিম ইন্ডিয়া শিবিরে ফের করোনা হানা! আক্রান্ত আরও ১ সাপোর্ট স্টাফ, অনিশ্চিত ম্যাঞ্চেস্টার টেস্ট

ভারতীয় ক্রিকেট শিবিরে ফের করোনা হানা। দিন কয়েক আগেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দলের হেড কোচ রবি শাস্ত্রী সহ বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিওথেরাপিস্ট নীতিন প্যাটেল। এবার কোভিডের কবলে পড়লেন আরও এক সাপোর্ট স্টাফ। এর ফলে ভারত-ইংল্যান্ডের পঞ্চম তথা শেষ টেস্ট ঘিরে দেখা দিল চরম অনিশ্চিয়তা৷

ওভাল টেস্ট চলাকালীনই খবর আসে, দলের হেড স্যার রবি শাস্ত্রী কোভিড পজিটিভ। আরটি-পিসিআর পরীক্ষাতে রিপোর্ট পজিটিভ আসে তাঁর। পাশাপাশি দলে আরও ২ সহকারী কোচ ও ফিজিওথেরাপিস্টও করোনায় আক্রান্ত হন। আপাতত তাঁদের ১৪ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। ফলে ম্যাঞ্চেস্টার আসতে পারেননি তাঁরা। কোচদের ছাড়াই গত বুধবার সেখানে হাজির হন কোহলি বিগ্রেড। এরপর সন্ধ্যায় গোটা দলের টেস্ট করানো হলে আরও এক সাপোর্ট স্টাফের রেজাল্ট পজিটিভ আসে।

[caption id="attachment_30760" align="alignnone" width="1280"]টিম ইন্ডিয়া শিবিরে ফের করোনা হানা! আক্রান্ত আরও ১ সাপোর্ট স্টাফ, অনিশ্চিত ম্যাঞ্চেস্টার টেস্ট টিম ইন্ডিয়া শিবিরে ফের করোনা হানা! আক্রান্ত আরও ১ সাপোর্ট স্টাফ, অনিশ্চিত ম্যাঞ্চেস্টার টেস্ট[/caption]

এরপরই কড়া পদক্ষেপ নেয় ভারতীয় বোর্ড। বাতিল করে দেওয়া হয় বৃহস্পতিবারের অনুশীলন। পাশাপাশি এদিন সকালে দলের প্রত্যেকের ফের করোনা টেস্ট করানো হয়। তবে সেই রিপোর্ট এখনও আসা বাকি। আপাতত প্রত্যেক ক্রিকেটারকে টিম হোটেলে নিজেদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যা পরিস্থিতি তাতে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ক্রিকেটারদের নিয়ে বিশেষ ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই।

এদিকে ১৪ সেপ্টেম্বর এই টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই সংযুক্ত আরব আমিরশাহীতে যাওয়ার কথা ছিল দলের প্রত্যেকের। কারণ, সেখানে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। এসব কথা মাথায় নিয়েই ম্যাঞ্চেস্টারে পৌঁছনো মাত্র বোর্ডের তরফে টিম ইন্ডিয়ার প্রত্যেককে কোভিড বিধি মেনে চলার কড়া পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এসবের মধ্যেই ওই সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়ে গেলেন। ফলে আগামীকাল শেষ টেস্ট আদৌ শুরু হবে কিনা তা নিশ্চিত বলা যাচ্ছে না।