শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ওভাল টেস্টে ইশান্তের বদলে ভারতীয় দলে ফিরতে পারেন এই তারকা ক্রিকেটার! জল্পনা তুঙ্গে

১১:৫৯ এএম, আগস্ট ৩১, ২০২১

ওভাল টেস্টে ইশান্তের বদলে ভারতীয় দলে ফিরতে পারেন এই তারকা ক্রিকেটার! জল্পনা তুঙ্গে

হেডিংলে টেস্টে লজ্জার হারের সম্মুখীন হয়েছে ভারতীয় দল। পাশাপাশি দলের অন্যতম তারকা বোলার ইশান্ত শর্মার পারফরম্যান্সও ছিল বেশ হতাশাজনক। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় দিনে খুব ছোট ছোট স্পেলে বল করতে দেখা গিয়েছিল তাঁকে৷ হেডিংলেতে মোট ২২ ওভার বোলিং করেন ইশান্ত। ৯২ রান দিয়ে একটিও উইকেট নিতে পারেননি তিনি৷ এরপরই প্রথম একাদশে তাঁর স্থান পাওয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে৷ শোনা যাচ্ছে, আশানুরূপ পারফরম্যান্স না হওয়ার জেরেই নাকি ওভালে চতুর্থ টেস্টে কার্যত অনিশ্চিত ইশান্ত শর্মা। তাঁর বদলে ভারতীয় দলে ফিরতে পারেন দেশের অন্যতম সেরা অলরাউন্ডার, রবিচন্দ্রন অশ্বিন।

[caption id="attachment_29285" align="alignnone" width="1000"]ওভাল টেস্টে ইশান্তের বদলে ভারতীয় দলে ফিরতে পারেন এই তারকা ক্রিকেটার! জল্পনা তুঙ্গে ওভাল টেস্টে ইশান্তের বদলে ভারতীয় দলে ফিরতে পারেন এই তারকা ক্রিকেটার! জল্পনা তুঙ্গে[/caption]

ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, হেডিংলেতে হারের পর ভারতের প্রথম একাদশ নিয়ে অধিনায়ক বিরাট কোহলি ও টিম ম্যানেজমেন্টের ভাবা উচিৎ। যেহেতু ইশান্তের ফর্ম এখন কিছুটা চিন্তায় ফেলছে, তাই তাঁর জায়গায় দলে ফেরানো হোক অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। উপরি পাওনা হিসেবে অশ্বিন ব্যাট দারুণ করেন। চলতি বছরেই এই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সেঞ্চুরিও করেছিলেন তিনি। তবে এখনও পর্যন্ত তিন টেস্টের একটিতেও রুটদের বিরুদ্ধে খেলানো হয়নি অশ্বিনকে। তাই ওভাল টেস্টেই বল হাতে তাঁর ফেরার উজ্জ্বল সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

[caption id="attachment_29286" align="alignnone" width="1000"]ওভাল টেস্টে ইশান্তের বদলে ভারতীয় দলে ফিরতে পারেন এই তারকা ক্রিকেটার! জল্পনা তুঙ্গে ওভাল টেস্টে ইশান্তের বদলে ভারতীয় দলে ফিরতে পারেন এই তারকা ক্রিকেটার! জল্পনা তুঙ্গে[/caption]

অন্যদিকে, নটিংহ্যাম টেস্টে না খেললেও লর্ডস ও হেডিংলে টেস্টে প্রথম একাদশে জায়গা করে নিয়েছিলেন ইশান্ত শর্মা। কিন্তু তাঁর পারফরম্যান্স আহামরি কিছু নয়৷ দুই টেস্ট মোট ৫৬ ওভার বল করেছিলেন ভারতীয় পেসার। উইকেট পেয়েছিলেন মাত্র ৫টি উইকেট। ব্যাট হাতেও কিছুই করে দেখাতে পারেননি। যেখানে দলের অন্যান্য পেসার, সামি-বুমরাহ-সিরাজরা মাঠে নেমেই খেলার মোড় ঘুরিয়ে দিচ্ছেন, সেখানে ইশান্তের ইশান্তের প্রাপ্তির ঝুলিতে শুধুই হতাশা। তৃতীয় টেস্টের পর ইশান্তকে নিয়ে মুখ না খুললেও, ওভাল টেস্টে ভারতের বোলিং বিভাগে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি।

তবে অশ্বিনের ভাগ্যে শিঁকে ছিঁড়বে কি না, তা জানার জন্য বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই। সেদিনই ওভালে টেস্টের জন্য টস করতে নামবেন কোহলি ও রুট৷ তখনই জানা যাবে দলগঠনে কী সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক ও টিম ম্যানাজমেন্ট। আপাতত তাই সে দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা৷