বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ব্যাটিং বিপর্যয়ে হেডিংলেতে ভরাডুবি ভারতের! ব্যাটসম্যান বাড়ানোর দাবী গাভাসকার-মার্ক ওয়াদের

০৮:০২ পিএম, আগস্ট ২৮, ২০২১

ব্যাটিং বিপর্যয়ে হেডিংলেতে ভরাডুবি ভারতের! ব্যাটসম্যান বাড়ানোর দাবী গাভাসকার-মার্ক ওয়াদের

হেডিংলের মাঠে রূপকথা গড়া হল না ভারতীয় দলের। আশা জাগিয়ে শেষমেশ ব্যর্থ কোহলি ব্রিগেড। প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল টিম ইন্ডিয়া। ফলস্বরূপ ২৭৮ রানেই শেষ গেল ভারতের দ্বিতীয় ইনিংস। আর সাড়ে তিনদিনেই ম্যাচ পকেটে পুরল ইংল্যান্ড। ইনিংস এবং ৭৬ রানে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরালো ইংরেজরা।

গতকাল তৃতীয় দিনের শেষে বেশ ভালো জায়গাতেই ছিল ভারত। আজ চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ২১৫ রান। ক্রিজে অপরাজিত ছিলেন চেতেশ্বর পূজারা (৯১) ও বিরাট কোহলি (৪৫)। তবে শুরুতেই রবিনসনের বলে নিজের উইকেট হারান পূজারা। সেঞ্চুরিও অধরা থেকে যায়। অন্যদিকে, কোহলি হাফ সেঞ্চুরির গণ্ডী পেরোলেও ব্যক্তিগত ৫৫ রানের মাথায় রবিনসনের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকেও। এরপর আর কোনও ব্যাটসম্যানই তেমন দাঁড়াতে পারেননি৷ মাত্র ১৯.৩ ওভারে পরপর আট উইকেট হারায় ভারত। কোহলি ব্রিগেড অল আউট হয়ে যান মাত্র ২৭৮ রানে। প্রথম ম্যাচ ড্র হওয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল এখন ১-১।

[caption id="attachment_28936" align="alignnone" width="1280"]ব্যাটিং বিপর্যয়ে হেডিংলেতে ভরাডুবি ভারতের! ব্যাটসম্যান বাড়ানোর দাবী গাভাসকার-মার্ক ওয়াদের ব্যাটিং বিপর্যয়ে হেডিংলেতে ভরাডুবি ভারতের! ব্যাটসম্যান বাড়ানোর দাবী গাভাসকার-মার্ক ওয়াদের[/caption]

এদিকে, ভারতের হারের পরই কোহলি বাহিনীর ব্যাটিং নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। উঠে আসে একের পর এক প্রশ্ন। ভারতীয় দলে ব্যাটসম্যানদের সংখ্যা বাড়ানোর মতো দাবীও উঠে যায়। বিশেষ করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকার ও প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার মার্ক ওয়াও ভারতের ব্যাটিংয়ে জোর বাড়ানোর মত প্রকাশ করেন। এদিন ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকার বলেন, "বিদেশে ভাল ফলাফলের আশা করতে হলে ব্যাটিং অবশ্যই ভালো হতে হবে। এতো কম ব্যাটসম্যান নিয়ে ম্যাচ জেতা যায় না।" মার্ক ওয়া আবার ট্যুইট করে ইংল্যান্ডের প্রশংসার পাশাপাশি লেখেন, 'ভারতের দল নির্বাচন বেশ অদ্ভুত। মাত্র ৭ জন ব্যাটসম্যান নিয়ে টেস্ট জেতা সত্যিই কঠিন।'

https://twitter.com/juniorwaugh349/status/1431585520530845708

অন্যদিকে, ম্যাচের পর ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি জানান, 'স্কোরবোর্ডের চাপ ব্যাটসম্যানরা নিতে পারেনি। প্রথম ইনিংসে ৭৮ রানে অল আউট হয় যাওয়ার পর প্রতিপক্ষের বড় রান খাড়া করে। তারপর ঘুরে দাঁড়ানো কঠিন হয়। তবে আমরা দ্বিতীয় ইনিংসে লড়াই করেছি।' তবে নিজেদের ব্যাটিং বিপর্যয় নিয়ে এখনই বিশেষ চিন্তিত নন ভারত অধিনায়ক। তাঁর কথায়, এমনটা হতেই পারে। চতুর্থ টেস্টে ভারত ঠিকই ঘুরে দাঁড়াবে।