বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

আবিরের বলিউড সফর শুরু! পয়লা হিন্দি সিরিজে আর্মি অফিসারের ভূমিকায় চমক বাঙালি অভিনেতার

চৈত্রী আদক

প্রকাশিত: মে ১৮, ২০২২, ০৫:১৫ পিএম | আপডেট: মে ১৮, ২০২২, ১১:১৫ পিএম

আবিরের বলিউড সফর শুরু! পয়লা হিন্দি সিরিজে আর্মি অফিসারের ভূমিকায় চমক বাঙালি অভিনেতার
আবিরের বলিউড সফর শুরু! পয়লা হিন্দি সিরিজে আর্মি অফিসারের ভূমিকায় চমক বাঙালি অভিনেতার

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ অভিনেতা-অভিনেত্রী হোক বা পরিচালক, অনেককেই টলিউড থেকে বলিউডে পা রাখতে দেখা গিয়েছে। এবার সেই পথেরই পথিক হলেন আবির চট্টোপাধ্যায়। কোনও হিরোইনের হিরো নয়, বরং দেশের হিরোর ভূমিকায় অবতীর্ণ হলেন আবির। ফেলুদা, ব্যোমকেশ হিসেবে একের পর এক মিস্ট্রি সলভ করার পর এবার ভূস্বর্গে সন্ত্রাস মোকাবিলায় সেনা আধিকারিকের ভূমিকায় আত্মপ্রকাশ করলেন বাঙালি অভিনেতা। আবিরের প্রথম হিন্দি সিরিজ ‘অবরোধ ২’-এর প্রথম ঝলক সামনে আসার পর থেকেই তাঁর নয়া চরিত্র, নয়া লুক নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে।

গত বছর থেকেই আবিরের বলিউডে পদার্পণ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কারণ সেবার দুর্গাপূজোর সময় শ্যুটিংয়ের উদ্দেশ্যে কলকাতার বাইরে পা রাখতে হয়েছিল আবিরকে। কিন্তু বলিউডে আত্মপ্রকাশ নিয়ে তখনও মুখ খোলেননি অভিনেতা। এরপর বেশ কয়েক মাস কেটে গিয়েছে। অবশেষে সামনে এল আবিরের প্রথম সিরিজ ‘অবরোধ ২’-এর টিজার।

প্রথমে টেলিভিশনের মাধ্যমে কেরিয়ার জীবনের শুরু। এরপর ‘ক্রস কানেকশন’-এর হাত ধরে রুপোলি পর্দায় পা রাখেন আবির। ব্যোমকেশ, ফেলুদা, সোনাদা হিসেবে দর্শকদের মনে এক বিরাট জায়গা করে নেন টলি তারকা। যদিও ওটিটি প্ল্যাটফর্মে তাঁকে এর আগে সেভাবে দেখা যায়নি। এবার সেই ঘাটতি পূরণ করে আর্মি অফিসারের ভূমিকায় ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করছেন আবির। নোটবন্দির মত ঘটনা ফুটে উঠবে ‘অবরোধ ২’-এর মধ্যে দিয়ে।

২০২০ সালের ৩০ জুলাই  ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘অবরোধ : দ্য সিজ উইদিন’। গল্পের চিত্রনাট্য লেখা হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইকের ওপর ভিত্তি করে। সেখানে আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন অমিত সাধ। প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনের অপেক্ষায় দিন গুনছিল দর্শকমহল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বড় চমক দিলেন আবির চট্টোপাধ্যায়। ‘অবরোধ : দ্য সিজ উইদিন’-এর সিক্যুয়েল হিসেবেই মুক্তি পেতে চলেছে ‘অবরোধ ২’।

‘অবরোধ ২’ পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ আচার্য। আবির চট্টোপাধ্যায় ছাড়াও এই সিরিজে দেখা যাবে বলিউডের নীরজ কবি, অহানা কুমরা, অনন্ত মহাদেবন, মোহন আগাসে, রাজেশ খট্টর, সঞ্জয় সূরী, বিজয় কৃষ্ণণরাওকে। আবিরের বলিউড সফরের প্রথম সিরিজ ‘অবরোধ ২’ কেমন হয় তা দেখার জন্য অপেক্ষারত দর্শকমহল।