বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ একসময় রবিবার ছুটির সকালে তাঁদের দেখার জন্য টিভির সামনে অধীর আগ্রহে অপেক্ষা করত গোটা দেশ। তাঁর পর্দার রাম-সীতা। অরুণ গোভিল (Arun Govil) ও দীপিকা চিকিলা টোপিওয়ালা (Dipika Chikhlia)। শেষবার ১৯৮৯ সালে ‘লব কুশ’ সিরিয়ালে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর আর এই জুটি একসঙ্গে পর্দায় ধরা দেননি। তবে, ৩৪ বছর পর ফের একবার জুটি বাঁধতে চলেছেন তাঁরা।
টিভির পর্দায় ‘রামায়ণ’-এর (Ramayana) জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। ২০২০ সালে লকডাউনের সময় যখন নতুন করে দেখানো হল এই ধারাবাহিকটি, তখনও ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল দেশজুড়ে। সিরিয়ালটিতে দেখানো হয়নি মহাকাব্যের উত্তরকাণ্ড। পরে সেটি দেখানো হয়েছিল ‘লব কুশ’ সিরিয়ালে। তাও দর্শকমহলে সমাদর পেয়েছিল। দেশব্যাপী অরুণ-দীপিকা পেতেন মহাতারকার সম্মান। কিন্তু আকাশছোঁয়া জনপ্রিয়তা পাওয়ার পরেও আর তাঁদের একসঙ্গে দেখা যায়নি টিভির পর্দায়। এবার সাড়ে তিন দশক পেরিয়ে সেই জুটিই প্রদীপ গুপ্তর ছবি ‘নোটিসে’ মুখ দেখাবেন। শনিবার শুরু হয়ে গিয়েছে শুটিং।
এদিকে, অভিনেতা অরুণ গোভিল খুবই খুশি, এতদিন পরে পুনরায় দীপিকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। ওয়ের পাশাপাশি তিনি জানিয়েছেন যে, এই ছবি করতে তিনি রাজি হয়েছেন, কারণ তাঁর চরিত্রটিতে ধর্ম ও সত্যের মিশ্রণ রয়েছে। এবার জেনে নেওয়া যাক, ছবি বিষয় ঠিক কী? এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রযোজক প্রতাপ সিং রঘুবংশী জানাচ্ছেন, ছবির গল্প বর্তমান সময়ের হলেও এর শিকড় রয়েছে রামায়ণেই নিহিত। ছবির মূল চরিত্রকে দেখা যাবে সত্যের জন্য লড়াই করতে।
অন্যদিকে, অভিনেত্রী দীপিকাও একই কথা বলছেন। তিনি জানিয়েছেন, এই ছবির গল্পও রামায়ণের মতোই সরল সত্যের উপর প্রতিষ্ঠিত। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০২০ সালে তিনি ও অরুণ একসঙ্গে কাজ করেছিলেন একটি বিজ্ঞাপনে।
আপনার মতামত লিখুন :