মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

‘শত্রুর ঘরে ঢুকে আমরা কড়া জবাব দিয়েছি’, উরি-পুলওয়ামার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে কটাক্ষ অমিত শাহের

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ১২, ২০২৩, ১০:২১ এএম | আপডেট: জুন ১২, ২০২৩, ০৬:২১ এএম

‘শত্রুর ঘরে ঢুকে আমরা কড়া জবাব দিয়েছি’, উরি-পুলওয়ামার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে কটাক্ষ অমিত শাহের
‘শত্রুর ঘরে ঢুকে আমরা কড়া জবাব দিয়েছি’, উরি-পুলওয়ামার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে কটাক্ষ অমিত শাহের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ চিন প্রসঙ্গে এর আগে একাধিকবার ভারতের নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে কংগ্রেস। এবার কংগ্রেসকে তার পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ স্তরের নেতা অমিত শাহ। রবিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিজেপির এক জনসভায় যোগ দিয়েছিলেন শাহ। সেই জনসভা থেকেই তিনি পূর্ববর্তী কংগ্রেস শাসিত ইউপিএ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।

উক্ত জনসভায় কংগ্রেসকে আক্রমণ করে অমিত শাহ বলেন, ‘মনমোহন সরকারের সাহস ছিল না দেশের অভ্য়ন্তরীণ সুরক্ষার বিষয়ে কথা বলার। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার দেশকে কীভাবে আরও সুরক্ষিত করে তোলা যায়, তার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।’

বিজেপি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেসকে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, -‘ইউপিএ জমানায় আলিয়া-মালিয়া-জামালিয়া সীমান্ত টপকে ভারতে ঢুকে পড়ত এবং আমাদের উপরে হামলা চালাত। মনমোহন সরকারের সাহস ছিল না তাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ গ্রহণ করার। অন্যদিকে, বিগত ৯ বছরে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই সরকার দেশের অভ্যন্তরীণ সুরক্ষা যাতে বজায় থাকে, তা নিশ্চিত করেছে।’

অন্যদিকে, উরি ও পুলওয়ামা হামলার প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, ‘উরি ও পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার ১০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত পাল্টা জবাবে সার্জিকাল স্ট্রাইক চালায়, যা সীমান্তের ওপারে হামলাকারীদের জন্য কড়া জবাব ছিল।’ এখানেই শেষ নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে, ‘বিগত ৯ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নেতৃত্ব দিচ্ছেন। এই সময়ের মধ্যে তিনি নিশ্চিত করেছেন যে, যেকোনও মূল্যে যেন আমাদের দেশের অভ্য়ন্তরীণ সুরক্ষা বজায় থাকে। শত্রুর ঘরে প্রবেশ করে আমরা কড়া জবাব দিয়েছি।’

তবে শুধুমাত্র কংগ্রেসই নয়, অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী জগ্নমোহন রেড্ডির সরকারকেও আক্রমণ করেন শাহ। তিনি বলেন, ‘ভাইজ্যাগ সন্ত্রাসবাদী কার্যকলাপের ডেরা হয়ে উঠেছে। শাসকদলের বহু সদস্যই সমাজ-বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। রাজ্যের উন্নয়নমূলক কাজের জন্য কেন্দ্রের পক্ষ থেকে যে টাকা পাঠানো হয়, তা জগ্নমোহন রেড্ডির দল ও কর্মীরা লুঠ করে নিচ্ছে।’