শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চার চাকা গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় আহত ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টা ভুবন বাদ্যকর

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১১:৪৩ পিএম | আপডেট: মার্চ ১, ২০২২, ১০:৩৮ পিএম

চার চাকা গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় আহত ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টা ভুবন বাদ্যকর
চার চাকা গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় আহত ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টা ভুবন বাদ্যকর

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ গাড়ি দুর্ঘটনায় আহত হলেন ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টা ভুবন বাদ্যকর। তিনি সদ্য কিনেছিলেন একটি চার চাকার গাড়ি। সেই গাড়ি চালানো শিখতে গিয়েই ঘটল বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়লেন ভুবন। বর্তমানে তিনি সিউড়ির একটি হাসপাতালে ভর্তি আছেন। তবে হাসপাতাল সূত্রে খবর, ভুবন বাদ্যকরের আঘাত গুরুতর নয়। 

জানা গিয়েছে, সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড চার চাকা গাড়ি কিলেছিলেন ভুবন বাদ্যকর। সেই গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা ঘটে। আচমকাই গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে। এর জেরে ভুবন বাদ্যকরের বুকে এবং মুখে আঘাত লাগে। তাঁর বুকের এক্স-রে করানো হচ্ছে, আঘাত কতোটা গুরুতর জানতে। 

ভুবন সম্প্রতি জানিয়েছিলেন যে, বাদাম বিক্রি করা ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা সংস্থা গোধূলি বেলা মিউজিকের পক্ষ থেকে তাঁর হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে, আগামী দিনে আরও দেড় লক্ষ টাকা তাঁকে দেওয়া হবে। জানা গিয়েছে, তাঁর গান জনপ্রিয় হওয়ার পরই, উপার্জিত টাকা দিয়েই ওই গাড়ি কিনেছিলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর।