বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ভুতু থেকে শুরু করে পটলকুমার, দেখুন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় খুদে শিল্পীদের এখনকার ছবি

চৈত্রী আদক

প্রকাশিত: জুন ২২, ২০২২, ০৮:৫৮ এএম | আপডেট: জুন ২২, ২০২২, ০৫:১৮ পিএম

ভুতু থেকে শুরু করে পটলকুমার, দেখুন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় খুদে শিল্পীদের এখনকার ছবি
ভুতু থেকে শুরু করে পটলকুমার, দেখুন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় খুদে শিল্পীদের এখনকার ছবি

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ বাংলা ধারাবাহিকের নায়ক-নায়িকা, খল চরিত্রের পাশাপাশি শিশু চরিত্রও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় কেবলমাত্র খুদে শিল্পীদের কেন্দ্র করেই তৈরি হয়েছে একাধিক সিরিয়াল। ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছেন অজস্র শিশু শিল্পী। সময় এগোনোর সাথে সাথে তাদের বয়সও বেড়েছে। অনেকেই জানতে চান বর্তমানে তাঁরা কী করছেন। তাঁদের দেখতেই বা কেমন হয়েছে? তাহলে এবার এক নজরে দেখে নিন এক ঝাঁক খুদে শিল্পীদের বর্তমান ছবি।

১) ভুতু
বাংলা ধারাবাহিকের ইতিহাসে জনপ্রিয় শিশু শিল্পীদের মধ্যে যার নাম না করলেই নয় তিনি হলেন ভুতু। ২০১৬ সালে জি বাংলায় সম্প্রচারিত ‘ভুতু’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন শিশু শিল্পী আর্শিয়া মুখার্জি। পরিবারের সকলে তাঁকে আদর করে ডাকেন গুলু বলে। বর্তমানে তাঁর বয়স ১১ বছর। ‘ভুতু’ শেষ করার পর বেশ কয়েকটি ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। তবে বর্তমানে অভিনয় থেকে আপাতত বিরতি নিয়েছেন তিনি।

২) পটল কুমার গানওয়ালা
জনপ্রিয় শিশু শিল্পীদের তালিকায় অপর একজন হলেন পটল কুমার গানওয়ালা ওরফে হিয়া। স্টার জলসার ‘পটল কুমার গানওয়ালা’-র মাধ্যমেই তাঁর অভিনয় জগতে হাতেখড়ি। প্রথম ধারাবাহিকেই তুখোর অভিনয় করে মন জিতেছিলেন দর্শকদের। বর্তমানে তিনি জিডি বিড়লা স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। অভিনয়ের পাশাপাশি সমানতালে চালিয়ে যাচ্ছেন পড়াশোনাও। সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট অ্যাকটিভ। প্রায়শই ইনস্টাগ্রামে নিত্যনতুন রিলস বানাতে দেখা যায় হিয়াকে।

৩) ছায়া
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলো ছায়া’-র ছায়াকে মনে পড়ে? ছায়ার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন স্মৃতি সিং। বাড়ির লোক অবশ্য তাঁকে গুনগুন বলে ডাকেন। তাঁর বর্তমান বয়স ১০ বছর। স্মৃতি কলকাতার বাসিন্দা। বর্তমানে কলকাতারই একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ছেন অভিনেত্রী।

৪) রাখি
অতি অল্প বয়সেই অসাধারণ অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন কৃতিকা চক্রবর্তী। স্টার জলসার ‘রাখি বন্ধন’ সিরিয়ালের সেই দুষ্টু মিষ্টি রাখিই হলেন কৃতিকা। এত কম বয়সেও অনর্গল সংলাপ বলে যাওয়ার ক্ষমতা রাখতেন তিনি। ১১ বছর বয়সী কৃতিকা বর্তমানে যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

৫) বন্ধন
স্টার জলসার ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের অপর এক শিশু শিল্পী হলেন সোহম চৌধুরী। রাখির দাদা বন্ধনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এখন তিনি অনেকটাই বড় হয়ে গিয়েছে। সোহমের বয়স ১৫ বছর। বর্তমানে কলকাতা সাউথ পয়েন্ট স্কুলে দশম শ্রেণীতে পড়ছেন তিনি। পরের বছরই মাধ্যমিক পরীক্ষা দেবেন সোহম।

৬) কুহু
স্টার জলসার বিখ্যাত সিরিয়ালগুলির মধ্যে একটি হল ‘কে আপন কে পর’। ধারাবাহিকের মুখ্য চরিত্র জবার ছোট মেয়ে কুহুর ভূমিকায় অভিনয় করেছিলেন তানিস্কা তিওয়ারি। ১৩ বছরের কুহু সপ্তম শ্রেণীর ছাত্রী। অভিনয়ের পাশাপাশি নৃত্যকলাতেও সমান পারদর্শী তিনি। এমনকি একসময় জি বাংলার ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শোতেও অংশ নিয়েছিলেন তানিস্কা।