শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

শীর্ষস্থান থেকে এক লাফে তিন নম্বরে নেমে এলো ‘ধূলোকণা’! TRP তালিকার শীর্ষে কে? রইল তালিকা

চৈত্রী আদক

প্রকাশিত: মে ১২, ২০২২, ০৪:৩৮ পিএম | আপডেট: মে ১২, ২০২২, ১০:৩৮ পিএম

শীর্ষস্থান থেকে এক লাফে তিন নম্বরে নেমে এলো ‘ধূলোকণা’! TRP তালিকার শীর্ষে কে? রইল তালিকা
শীর্ষস্থান থেকে এক লাফে তিন নম্বরে নেমে এলো ‘ধূলোকণা’! TRP তালিকার শীর্ষে কে? রইল তালিকা

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার দরুন বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় প্রতিটি ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বরে ভাটা পড়েছিল। টানা ২ সপ্তাহ ধরে ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’-কে পেছনে ফেলে শীর্ষ তালিকা দখল করে রেখেছিল ‘ধূলোকণা’। তবে লালন-ফুলঝুরির জীবনের নয়া ট্যুইস্ট এই সপ্তাহে আর শীর্ষস্থান ধরে রাখতে পারল না। স্টার জলসার ‘ধুলোকণা’ এক নম্বর থেকে সোজা নেমে এলো তিন নম্বরে। তার প্রাপ্ত নম্বর ৭.১।

তাহলে এই সপ্তাহে প্রথম স্থান দখল করল কোন ধারাবাহিক? স্টার জলসায় ‘গাঁটছড়া’ শুরু হওয়ার পর থেকেই তার সঙ্গে ‘মিঠাই’-এর জোরদার প্রতিযোগিতায় শুরু হয়। এই সপ্তাহে সবাইকে টপকে ৭.৫ নম্বর নিয়ে রেটিং তালিকার শীর্ষস্থান দখল করেছে ‘গাঁটছড়া’। অন্যদিকে মাত্র ০.২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘মিঠাই’।‌ এই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৭.৩ নম্বর।

পাশাপাশি চতুর্থ স্থানে রয়েছে ‘গৌরী এলো’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০। ৬.৭ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’। জি বাংলার দুই ধারাবাহিক ‘উমা’ ও ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ষষ্ঠ স্থান দখল করেছে। এবার এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকার প্রথম দশে কোন কোন ধারাবাহিক জায়গা করে নিল।

• প্রথম - গাঁটছড়া (৭.৫)
• দ্বিতীয়- মিঠাই (৭.৩)
• তৃতীয়- ধুলোকণা (৭.১)
• চতুর্থ- গৌরী এলো (৭.০)
• পঞ্চম- আলতা ফড়িং (৬.৭)
• ষষ্ঠ- উমা (৬.৪), লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)
• সপ্তম- মন ফাগুন (৬.১)
• অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.০)
• নবম- লালকুঠি (৫.৮)
• দশম- পিলু (৫.৭), আয় তবে সহচরী (৫.৭

এক সপ্তাহ হল জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘লালকুঠি’। রহস্য-রোমাঞ্চ পরিপূর্ণ ‘লালকুঠি’র কাহিনী এই ধারাবাহিককে টিআরপি তালিকার প্রথম দশে জায়গা করে নিতে সাহায্য করেছে। অন্যদিকে স্টার জলসায় সদ্য শুরু হওয়া ‘বৌমা একঘর’ রেটিং লিস্টে স্থান পায়নি। এই ধারাবাহিকের সংগ্রহ ৫.০ পয়েন্ট।