বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

TRP তালিকায় বড় চমক! হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘গাঁটছড়া’, ‘গৌরী এলো’! শীর্ষস্থান কার? দেখুন তালিকা

চৈত্রী আদক

প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০৩:৫৬ পিএম | আপডেট: জুন ২৩, ২০২২, ০৯:৫৬ পিএম

TRP তালিকায় বড় চমক! হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘গাঁটছড়া’, ‘গৌরী এলো’! শীর্ষস্থান কার? দেখুন তালিকা
TRP তালিকায় বড় চমক! হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘গাঁটছড়া’, ‘গৌরী এলো’! শীর্ষস্থান কার? দেখুন তালিকা

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার মানেই টেলিপাড়ায় রেজাল্ট বেরোনোর দিন। বাংলা ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ করেন দর্শকরা। প্রথম স্থান দখল নিয়ে ধারাবাহিকগুলির মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে এই সপ্তাহের টিআরপি তালিকায় এক বড় চমক লক্ষ্য করা গিয়েছে। রেটিং তালিকার প্রথম স্থানে উঠে এসেছে নতুন নাম। বাজিমাত করেছে ‘আলতা ফড়িং’।

গত সপ্তাহে তালিকার শীর্ষস্থান জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর দখলে ছিল। তবে এই সপ্তাহেও কিন্তু সেই স্থান হাতছাড়া করেনি মোদক পরিবার। বরং একই নম্বর পেয়ে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে দুই ধারাবাহিক ‘মিঠাই’ ও ‘আলতা ফড়িং’। দুজনেরই প্রাপ্ত নম্বর ৭.৮। ৭.৭ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছে ‘গাঁটছড়া’ ও ‘গৌরী এলো’। স্টার জলসার ‘ধুলোকণা’-র প্রাপ্ত নম্বর অনেকটাই কমে গিয়েছে। ৭.৪ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। উল্লেখযোগ্যভাবে ষষ্ঠ থেকে চতূর্থ স্থানে উঠে এসেছে ‘লক্ষী কাকিমা সুপারস্টার’। তার প্রাপ্ত নম্বর ৬.৭।

এবার এক নজরে দেখে নিন কত নম্বর পেয়ে কোন কোন ধারাবাহিক প্রথম দশে জায়গা করে নিয়েছে।

• প্রথম - আলতা ফড়িং (৭.৮) ও মিঠাই (৭.৮)
• দ্বিতীয় - গাঁটছড়া (৭.৭) ও গৌরী এলো (৭.৭)
• তৃতীয় - ধুলোকণা (৭.৪)           
• চতুর্থ - লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৭)
• পঞ্চম - মন ফাগুন (৬.৬)
• ষষ্ঠ - উমা (৬.৫)
• সপ্তম - এই পথ যদি না শেষ হয় (৫.৭) ও অনুরাগের ছোঁয়া (৫.৭)
• অষ্টম - খেলনা বাড়ি (৫.৫)
• নবম - আয় তবে সহচরী (৫.২)
• দশম – লালকুঠি (৪.৮)

খুব শীঘ্রই শুরু হতে চলেছে দুই নয়া ধারাবাহিক, ‘সাহেবের চিঠি’ ও ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। ‘সাহেবের চিঠি’-র হাত ধরে ছোটপর্দায় এই প্রথম খলনায়িকা রূপে অভিনয় করবেন দেবলীনা কুমার। এছাড়াও ধারাবাহিকটিতে দেখা যাবে প্রতিক সেন ও দেবচন্দ্রিমা সিংহকে। অন্যদিকে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’-র মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি খুদে প্রতিভার। ধারাবাহিকের মূল আকর্ষণ ‘বোধি’। দীর্ঘদিন বাদে ছোট পর্দায় ফিরছেন সোনালী চৌধুরী। এছাড়াও ধারাবাহিকটিতে অভিনয় করতে দেখা যাবে দেখা যাবে বিশ্বনাথ বসু, সৌরভ মোদক সহ আরও একগুচ্ছ তারকাকে।