বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

টিআরপি তালিকায় রদবদল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘মিঠাই’ ও ‘ধূলোকণা’! সেরার শিরোপা কার?

চৈত্রী আদক

প্রকাশিত: মে ১৯, ২০২২, ০৫:৫১ পিএম | আপডেট: মে ১৯, ২০২২, ১১:৫৮ পিএম

টিআরপি তালিকায় রদবদল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘মিঠাই’ ও ‘ধূলোকণা’! সেরার শিরোপা কার?
টিআরপি তালিকায় রদবদল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘মিঠাই’ ও ‘ধূলোকণা’! সেরার শিরোপা কার?

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার মানেই টেলিপাড়ায় রেজাল্ট বেরোনোর দিন। বিগত দু-তিন সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল নিয়ে ‘গাঁটছড়া’, ‘মিঠাই’ ও ‘ধূলোকণা’-র মধ্যে রীতিমতো চুলোচুলি লেগেই রয়েছে। এই সপ্তাহে প্রকাশিত তালিকা বলছে, একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থান ভাগাভাগি করে নিয়েছে ‘মিঠাই’ ও ‘ধূলোকণা’। এই দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৮.১। তাহলে প্রথম স্থানে কে রয়েছে সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন?

সেরার সেরা তকমা পেয়েছে ‘গাঁটছড়া’। ঝুলিতে ঢুকেছে ৮.৫ নম্বর। গত সপ্তাহে ৭.৫ নম্বর পেয়ে প্রথম স্থানেই ছিল ‘গাঁটছড়া’। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রাপ্ত নম্বরের পরিমাণ অনেকটাই বেড়েছে। ঋদ্ধিমান-খড়ির কেমিস্ট্রি এখন জমে ক্ষীর। খড়ির প্রতি ঋদ্ধিমানের রাগ গলে জল। খড়িকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতেও ফিরিয়ে এনেছেন ঋদ্ধিমান। প্রতিটি এপিসোডেই টানটান উত্তেজনা ও তুখোড় অভিনয়ের জোরে শীর্ষস্থানে জ্বলজ্বল করছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’।

অন্যদিকে জি বাংলার বেশ কয়েকটি ধারাবাহিকের স্লট পরিবর্তিত হয়েছে। চলতি সপ্তাহেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। টিআরপি তালিকায় জি বাংলা ও স্টার জলসার প্রাপ্ত নম্বরের ফারাকও চোখে পড়ার মতো। ৭.৮ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’। চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছে ‘আলতা ফড়িং’ ও ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭.৭ ও ৬.৯। এবার তালিকার কোন স্থান কোন ধারাবাহিকের দখলে রয়েছে এবং তাদের প্রাপ্ত নম্বর কত তা এক নজরে দেখে নিন।

 

• প্রথম – গাঁটছড়া (৮.৫)
• দ্বিতীয় – মিঠাই (৮.১) ও ধূলোকণা (৮.১)
• তৃতীয় – গৌরী এলো (৭.৮)
• চতুর্থ - আলতা ফড়িং (৭.৭)
• পঞ্চম – লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৯)
• ষষ্ঠ – মন ফাগুন (৬.৬), উমা (৬.৬) ও আয় তবে সহচরী (৬.৬)
• সপ্তম - অনুরাগের ছোঁয়া (৬.১) ও পিলু (৬.১)
• অষ্টম – লালকুঠী (৪.৬) ও বৌমা একঘর (৪.৬)
• নবম – গোধূলি আলাপ (৪.৫), এই পথ যদি না শেষ হয় (৪.৫) ও সর্বজয়া (৪.৫)
• দশম – গঙ্গারাম (৩.৯)


গত সপ্তাহের তুলনায় প্রতিটি ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর অনেকটা বেড়েছে। প্রথম দশের তালিকায় স্থান পেয়েছে ১৭ টি ধারাবাহিক। ৪.৫ নম্বর পেয়ে নবম স্থানে জায়গা পাকা করে শেষ সপ্তাহেই শেষ হয়েছে ‘সর্বজয়া’।