বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বলিপাড়ায় ফের দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা মিথিলেশ চতুর্বেদী

চৈত্রী আদক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০৩:৫৫ পিএম | আপডেট: আগস্ট ৪, ২০২২, ০৯:৫৫ পিএম

বলিপাড়ায় ফের দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা মিথিলেশ চতুর্বেদী
বলিপাড়ায় ফের দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা মিথিলেশ চতুর্বেদী

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ বলিপাড়ায় আবারও নক্ষত্রপতন। প্রয়াত জনপ্রিয় অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন ‘কোই মিল গয়া’-র ‘সত্য’। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বর্ষীয়ান অভিনেতার মৃত্যু সংবাদ প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁর জামাই আশিস চতুর্বেদী।

জানা গিয়েছে, বিগত কয়েকদিন দিন ধরে হৃদরোগের সমস্যায় জর্জরিত হয়ে কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মিথিলেশ চতুর্বেদী। তবে বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ হার্ট অ্যাটাক হয়। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবীণ বলি অভিনেতা। আজ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা মুম্বইয়ের ভারাসোভায়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। মিথিলেশ চতুর্বেদীকে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বহু তারকা।

এদিন সোশ্যাল মিডিয়ায় অভিনেতার মৃত্যু সংবাদ শেয়ার করে আশিস লেখেন, ‘আমার মনে হয়, এই বিশ্বের সবথেকে ভালো বাবা তুমিই ছিলে। আমায় জামাই হিসাবে কোনওদিনই দেখোনি তুমি, আমায় নিজের ছেলের মতোই ভালোবাসা দিয়েছ। ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিন।’ 

১৯৫৪ সালের ১৫ অক্টোবর উত্তরপ্রদেশের লখনউ-এ জন্মগ্রহণ করেন মিথিলেশ চতুর্বেদী। ‘কোই মিল গয়া’ ছাড়াও বলিউডের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘গদর এক প্রেমকথা’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘কৃষ’, ‘তাল’, ‘রেডি’, ‘মাই ফ্রেন্ড পিন্টো’, ‘রোড’, ‘গান্ধী মাই ফাদার’, ‘হল্লা বোল’-র মতো ছবিতে দেখা গিয়েছে মিথিলেশকে।

সিনেমার পাশাপাশি তিনি থিয়েটার এবং টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। ‘স্ক্যাম ১৯৯২’-তে রাম জেঠমালানির ভূমিকায় অভিনয় করে দর্শকদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন। এছাড়াও ‘পটেয়ালা বেবস’-এও তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’ ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল অভিনেতাকে। ওয়েব শো ‘তাল্লি জোদ্দি’-তে তিনি শেষ অভিনয় করেন। তবে এখনও তা মুক্তির অপেক্ষায়।