মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সুখবর! PF অ্যাকাউন্ট হোল্ডাররা সম্পূর্ন বিনামূল্যে পেতে পারেন ৭ লক্ষ টাকা! কিভাবে?

০১:৪০ পিএম, আগস্ট ২৩, ২০২১

সুখবর! PF অ্যাকাউন্ট হোল্ডাররা সম্পূর্ন বিনামূল্যে পেতে পারেন ৭ লক্ষ টাকা! কিভাবে?

EPFO অ্যাকাউন্ট হোল্ডাররা পেয়ে যেতে পারেন জীবন বিমা ইন্সুরেন্সের সুবিধা। আপনার যদি পিএফ অ্যাকাউন্ট থাকে এবং বেতন থেকে টাকা কাটা হয় তাহলে আপনি পেয়ে যাবেন এই স্কিমের অফার। যার অ্যামাউন্ট ৭ লক্ষ টাকা। কিছু মাস আগে পর্যন্ত ছিল ৬ লক্ষ। বর্তমানে তা বেড়ে হয়েছে ৭ লক্ষ।

সরকারের এই স্কিমের নাম EDLI Scheme। এর অধীনে কোনও ব্যক্তি কোনও কারণে মৃত্যু হলে তার নমিনি যিনি থাকবেন তিনি এই টাকা ক্লেম করতে পারবেন। পাশাপাশি যদি কর্মচারীর করোনায় মৃত্যু হয় তাহলে এই পুরো টাকা পেয়ে যাবেন তার পরিবার। তবে মৃত্যুর আগে ১২ মাস এক বা একাধিক প্রতিষ্ঠানে কাজ করতে হবে সেই ব্যক্তি কে তবেই এই পরিমাণ টাকা পাবেন।

যদি নমিনি করা না থাকে সেক্ষেত্রে EDLI যোজনার টাকা আইনি মতে সেই ব্যক্তির উত্তরাধিকার পাবে। তাছাড়াও তার জীবন সাথী, অবিবাহিত মেয়ে এবং নাবালক ছেলে এই টাকা পেতে পারবেন। গ্রাহকরা এই সুবিধা পেতে ফর্ম-5 IF ফিল আপ করে জমা দিতে হবে। তারপর এই ফর্মটি ম্যাজিস্ট্রেট, গ্রাম পঞ্চায়েত বা স্থানীয় পুরসভার বোর্ডের অধীনে যাচাই করিয়ে নিতে হবে।