বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

স্বস্তির খবর! ভারী পতন সোনার দামে! কত কমলো দেখে নিন একনজরে

০৬:০৯ পিএম, মার্চ ৩, ২০২১

স্বস্তির খবর! ভারী পতন সোনার দামে! কত কমলো দেখে নিন একনজরে

বংনিউজ২৪x৭ ডেস্কঃ বেশ কিছুদিন ধরে চিন্তায় রয়েছে মধ্যবিত্তরা। কারণ পর পর টানা বেশ কয়েকবার বৃদ্ধি পেয়েছে পেট্রোল-ডিজেলের দাম। আর তার সাথে সাথে হেঁসেলেও আগুন লেগেছে, কারণ রান্নার গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে অনেকগুনে। তবে এবার কিছুটা স্বস্তি পেল সাধারন মানুষ। অনেকাংশেই হ্রাস পেল সোনার গয়নার দাম।

প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই কমছে সোনার গয়নার দাম। আজ বুধবার দিল্লির সরাফা বাজারে সোনার দাম রয়েছে প্রতি ১০ গ্রামে ৪৫৫০০ টাকা। অন্যদিকে দিল্লিতে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৬৯২১৬ টাকা ৷

অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, সোনার দাম কমলেও বেশি কিছু বদল হবে না। তাদের মতে ৪৫০০০ এর থেকে কমবে না সোনার দাম ৷ বরং বাড়তে পারে সোনার দাম।