শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

তৃণমূল কর্মীর বাড়ি থেকে মিলল ইভিএম, কমিশনের নির্দেশে সাসপেন্ড ওই সেক্টর অফিসার

০৮:৫৯ এএম, এপ্রিল ৬, ২০২১

তৃণমূল কর্মীর বাড়ি থেকে মিলল ইভিএম, কমিশনের নির্দেশে সাসপেন্ড ওই সেক্টর অফিসার

তৃতীয় দফার ভোট শুরুর আগেই ইভিএম নিয়ে অভিযোগ উঠল। জানা গেছে, ১৭৭ নম্বর বিধানসভা কেন্দ্র উলুবেড়িয়া উত্তরে সেক্টর অফিসার চারটে ই ভি এম নিয়ে বাড়ি চলে গিয়েছিল। ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। সব রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া হয়েছে ওই চারটে ই ভি এম ব্যবহার করা হবে না।

বিজেপি কর্মীদের অভিযোগ, গতকাল গভীর রাতে নির্বাচন কমিশনের গাড়ি করে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তুলসিবেড়িয়া এলাকার স্থানীয় তৃণমূল সমর্থক গৌতম ঘোষের বাড়িতে ওই চারটি ইভিএম নিয়ে যাওয়া হয়। ওই এলাকায় তাঁর এক প্রতিবেশী দেখতে পান গাড়ি থেকে নামানো হচ্ছে ইভিএমের বাক্স।

এরপরেই তাঁর সন্দেহ হওয়ায় প্রতিবাদ করেন তিনি। ঘটনাস্থলে আসেন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযুক্ত গৌতম বাবু কে আটকে রাখেন তাঁরা। ঘটনাস্থলে স্থানীয় বিডিও গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। রাজাপুর থানার পুলিশ, এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে।

অন্যদিকে, জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে কেশবপুর মল্লিকপাড়া ১৮১নম্বর বুথে গন্ডগোল। বিজেপির অভিযোগ, আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি এবং আই এস এফ এজেন্টের বসতে বাধা দিয়েছে। এছাড়াও ক্যানিং পূর্বের দুর্গাপুর ১২৭ নম্বর বুধে এসএফআই কর্মীদের এজেন্ট বসতে বাধা। দু'পক্ষের হাতাহাতি হয়।