বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে সোনু সুদ কে! আর্জি অনুরাগীদের

০১:৫১ পিএম, মে ৬, ২০২১

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে সোনু সুদ কে! আর্জি অনুরাগীদের

বংনিউজ২৪x৭ বিনোদন ডেস্কঃ দেশব্যাপী ভয়াবহ আকার নিয়েছে মারণ করোনা। প্রতিদিন ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। প্রতিদিন সংক্রমণের নয়া রেকর্ড তৈরি হচ্ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আর এই পরিস্থিতিতে বেশকিছু রাজ্যের হাসপাতালে বেড সহ অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন বহু করোনা আক্রান্ত রোগী। এই করোনার সংকটময় পরিস্থিতিতে বহু তারকায় সাহায্যের হাত বাড়িয়েছেন। তার মধ্যে অন্যতম হলেন সোনু সুদ।

প্রসঙ্গত, গতবছর করোনার জেরে লকডাউন চালু হওয়ার পর থেকেই অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনু সুদ। দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ব্যক্তিগত উদ্যোগে বাড়ি ফেরাতে থাকেন তিনি। পাশাপাশি কখনও মুম্বইয়ের রাস্তায় থাকা অসহায়দের সাহায্য করতে যেমন এগিয়ে আসেন। তেমনই কখনও উত্তরপ্রদেশের গ্রামে গিয়ে সেখানকার মানুষদের শীতের পোশাক বিতরণ করেন এই বলিউড অভিনেতা। এই মানবিক উদ্যোগের জন্য ইতিমধ্যেই দেশের মানুষের কাছে বাস্তবের ‘হিরো’ হয়ে উঠেছেন সোনু সুদ। তিনি যেন সক্কলের মুশকিল আসান! যুবসমাজের চোখে আজ তিনি এক ‘রোলমডেল’। কিছুদিন আগে তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়েও তিনি অনেকের পাশে দাঁড়িয়েছেন।

https://twitter.com/SonuSood/status/1387672771488935942

উল্লেখ্য কিছুদিন আগে ট্যুইটারে তিনি একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে তিনি করোনার জেরে যে সমস্ত শিশুরা তাঁদের বাবা-মাকে হারিয়েছে তাদের শিক্ষার দায়িত্ব নেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে আবেদন জানান। তাঁর এই ভিডিও সমর্থন করে তাঁর পাশে দাঁড়ান বলিউডের অন্যতম অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রিয়াঙ্কা ট্যুইটারে সোনু সুদের ভিডিও সমর্থন করে সোনু সুদের কাজের প্রশংসা করে একটি বড় পোস্ট করেন। ভিডিওর সমর্থনে তিনি বেশকিছু কথাও লেখেন। দেখুন ট্যুইট টি..

https://twitter.com/priyankachopra/status/1389159904498253826

অন্যদিকে প্রিয়াঙ্কা অভিনেতাকে সমর্থন করায় সোনু সুদও ট্যুইট করে প্রিয়াঙ্কা কে ধন্যবাদ জানান। তিনি লেখেন, সমর্থনের জন্য ধন্যবাদ প্রিয়াঙ্কা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সবাই মিলে এটা করে দেখাব। এছাড়া সোনু সুদের ভিডিও দেখে তাঁর অনুরাগীরাও তাঁকে সমর্থন করেন। এমনকি কেউ কেউ সোনু সুদের মত একজন প্রধানমন্ত্রী হওয়া উচিত বলেও ট্যুইট করেন।

https://twitter.com/SonuSood/status/1389205738992541698 https://twitter.com/Farman72426955/status/1287081811533795329 https://twitter.com/docmanu001/status/1388766724044976129