শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নবান্নের থেকে ঢিল ছোড়া দূরত্বে অস্থায়ী অফিসে আগুন! ঘটনাস্থলে ৪ টি ইঞ্জিন

০৯:৫২ পিএম, নভেম্বর ১২, ২০২১

নবান্নের থেকে ঢিল ছোড়া দূরত্বে অস্থায়ী অফিসে আগুন! ঘটনাস্থলে ৪ টি ইঞ্জিন

ফের আগুন শহর কলকাতায়। শুক্রবার রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নের থেকে ঢিল ছোড়া দূরত্বে পূর্ত দপ্তরের অফিস সংলগ্ন অঙ্কারমল জেটিয়া রোডে ভয়াবহ আগুন লাগে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। এই নিয়ে শহরে একই দিনে তিন জায়গায় আগুন লাগল।

স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যে ছটা নাগাদ পূর্ত দপ্তরের অফিস সংলগ্ন অঙ্কারমল জেটিয়া রোডে ভয়াবহ আগুন লাগে। মূলত দ্বিতীয় হুগলী সেতু থেকে মন্দিরতলা যাওয়ার রাস্তার কাছেই আগুন লাগে। অফিসটির সীমানা প্রাচীরের বাইরে কাঠ ও খড়ে আগুন লাগে। ওই জায়গায় স্তুপাকৃত প্রতীমা নির্মানের কাঠামো ও খড় ছিল। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যেই পড়ে থাকা কাঠের কাঠামো ও শুকনো খড় পুড়িয়ে দেয়। দাহ্যবস্তুর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে।

[caption id="attachment_39660" align="alignnone" width="1000"] নবান্নের থেকে ঢিল ছোড়া দূরত্বে অস্থায়ী অফিসে আগুন! ঘটনাস্থলে ৪ টি ইঞ্জিন[/caption]

প্রথমে নবান্নের কাছে থাকা দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের আরও দুটি ইঞ্জিন। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে এরপর। এদিকে, নবান্নের কাছে থাকা ওই দুটি ইঞ্জিন তড়িঘড়ি পৌঁছে যাওয়ায় আগুন বিধ্বংসী রূপ নিতে পারেনি।

[caption id="attachment_39661" align="alignnone" width="1000"] নবান্নের থেকে ঢিল ছোড়া দূরত্বে অস্থায়ী অফিসে আগুন! ঘটনাস্থলে ৪ টি ইঞ্জিন[/caption]

দমকল আধিকারিকদের প্রাথমিক তদন্তে অনুমান, বিদ্যুৎ সংযোগ থেকেই আগুন লেগেছে। এদিকে হতাহতের কোনও খবর নেই। তবে সম্পূর্ণ তদন্তের পর অগ্নিকাণ্ডের উৎস জানা যাবে বলে জানাচ্ছেন তারা।