শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে, ঘটনাস্থলে পাঁচটি দমকল ইঞ্জিন

০৯:১৯ এএম, মার্চ ২৯, ২০২১

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে, ঘটনাস্থলে পাঁচটি দমকল ইঞ্জিন

ফের আগুন শহরে। সোমবার সকাল বেলায় সল্টলেকের একযুগ বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল কর্মীরা। এই মুহূর্তে ঘটনাস্থলে যাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু। যদি এখনও কোনো হতাহতের খবর নেই।

জানা যাচ্ছে সোমবার সকালে সল্টলেক সেন্ট্রাল পার্কের কাছে একটি ঝুপড়িতে আগুন লাগে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এলাকায় প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় সেখান থেকেই আগুন ছড়িয়েছে।

সূত্রের খবর এখনো পর্যন্ত এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় 70 টি ঝুপড়ি পুড়ে গিয়েছে। তবে হতাহতের কোনো খবর নেই। ইতিমধ্যে সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে দাহ্য পদার্থ থেকে আগুন ছড়িয়ে পড়লেও আগুনের উৎস এখনো স্পষ্ট নয় দমকল কর্মীদের কাছে। ঘটনাস্থলে গিয়ে সে বিধান নগর থানার পুলিশ।