শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আবারও অগ্নিকাণ্ড শহরে! এবার জ্বলল তপসিয়ার জুতোর কারখানা

০৯:১১ এএম, নভেম্বর ২৫, ২০২১

আবারও অগ্নিকাণ্ড শহরে! এবার জ্বলল তপসিয়ার জুতোর কারখানা

রাতের শহর যেন অগ্নিকুন্ড হয়ে উঠছে ধীরে ধীরে। প্রায় প্রতিদিনই গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটছে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে। বুধবার রাতে তপসিয়ায় জুতোর রাবার কারখানায় আগুন লাগে। দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত বারোটা নাগাদ তপসিয়ার জেডি খান রোডের একটি জুতোর রবার কারখানার জানলা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। এরপরেই ওই কারখানার কর্মীরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন ভয়াবহ রূপ নেওয়ায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর দেওয়া হয় দমকলে।

খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের আটটি ইঞ্জিন। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন আসে। যদিও আগুনের উৎস এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে দমকল আধিকারিকদের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। যদিও আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। তদন্তে নেমেছে তপসিয়া থানার পুলিশও।