শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

‘কর্মক্ষেত্রে আমার কোনও বন্ধু নেই, কোনও আত্মীয় নেই, প্রতিনিধি নেই’, ফেসবুক পোস্টে বার্তা ফিরহাদের

১১:১৬ পিএম, আগস্ট ১০, ২০২১

‘কর্মক্ষেত্রে আমার কোনও বন্ধু নেই, কোনও আত্মীয় নেই, প্রতিনিধি নেই’, ফেসবুক পোস্টে বার্তা ফিরহাদের

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফেসবুকে রাজ্যের সাধারণ মানুষের জন্য বিশেষ বার্তা দিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের সাধারণ মানুষকে কোনও রকম প্রলোভনে পা না দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানালেন তিনি।

এদিন ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘কর্মক্ষেত্রে আমার কোনও বন্ধু নেই, কোনও আত্মীয় নেই, কোনও প্রতিনিধি নেই। আমার নাম নিয়ে অর্থ অথবা অন্য কিছুর বিনিময়ে কেউ যদি কোনও ধরনের সরকারি পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি ঠগ এবং জালিয়াত। কেউ যদি সেই প্রলোভনে পা দেন তার দায়িত্ব একান্তই তার নিজের। কোনও ঠগবাজ অর্থের বিনিময়ে যদি কোনও প্রতিশ্রুতি দেয়, সেক্ষেত্রে তৎক্ষণাৎ থানায় অভিযোগ করুন।’

মন্ত্রী ফিরহাদ হাকিমের এই বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহালমহল। উল্লেখ্য, সোমবার কলকাতা পুরসভার সদর দফতরেই ধরা পড়েছিল প্রতারণা চক্রের অন্যতম এক পাণ্ডা অমিতাভ বোস। পুলিশ সূত্রের খবর, কলকাতা পুরসভার থেকে চাকরি দেওয়ার নাম করে ৩৫ জনের থেকে প্রায় ১০ হাজার টাকা করে নিয়েছিল সে।

https://www.facebook.com/HakimFirhad/photos/a.1921227917974371/4063049387125536

এই ঘটনা ছাড়াও শহরের বিভিন্ন জায়গার প্রতারণা চক্র নিয়ে সরব হয়েছিলেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য ফিরহাদ হাকিম। শনিবার ‘টক টু KMC’ অনুষ্ঠানে পুরপ্রশাসক ফিরহাদ হাকিম বলেন, ‘কোনওকোনও প্রতারণা চক্রের মাধ্যমে কলকাতা পুরসভায় চাকরি পাওয়া সম্ভব নয়। পুরসভার চাকরি পেতে গেলে মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেতে হবে। উপযুক্ত পরীক্ষায় পাশ করেই চাকরি পাওয়া সম্ভব। প্রতারকদের চিহ্নিত করে মানুষের হাতে তুলে দিন।’

এরপরই পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের এই পোস্ট অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, এদিন বুধবার কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কোভিশিল্ড টিকা দেওয়া হবে, এমনটাই জানান ফিরহাদ হাকিম। তিনি বলেন, কলকাতা পৌরসভার পক্ষ থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগামীকালও ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন প্রসঙ্গে এদিন তিনি বলেন, বর্তমানে পুরসভার হাতে ১৩ হাজার কোভিশিল্ড রয়েছে এবং কোভ্যাক্সিন রয়েছে ৩২ হাজার। এছাড়াও আরও কিছু টিকা আসার কথা মঙ্গলবার রাতের মধ্যেই। ফলে বুধবারও কলকাতা পুরসভার পক্ষ থেকে ভ্যাকসিন দেওয়া হবে।’

পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, আরও কিছু ভ্যাকসিন আসার কথা রয়েছে। কেন্দ্র এখনও পর্যন্ত রাজ্যকে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন পাঠাচ্ছে না। তার ফলে আগের থেকে সঠিকভাবে ভ্যাকসিন দেওয়ার প্রোগ্রাম ঠিক করা সম্ভব হচ্ছে না। যদি কেন্দ্র রাজ্যকে এক লক্ষ ভ্যাকসিন দেয়, তাহলে সঠিকভাবে ভ্যাকসিন দেওয়ার প্রোগ্রাম ঠিক করা সম্ভব বলে তিনি জানিয়েছেন।