বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সৌরভের অধিনায়কত্বে ভারতীয় দলে অভিষেক! মুম্বইয়ের এই পেস বোলার এখন জ্যোতির্বিজ্ঞানী

০১:৪১ পিএম, আগস্ট ২০, ২০২১

সৌরভের অধিনায়কত্বে ভারতীয় দলে অভিষেক! মুম্বইয়ের এই পেস বোলার এখন জ্যোতির্বিজ্ঞানী

২০০৩ সাল। ভারতীয় দলের অধিনায়ক তখন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের পর নতুন ভারতীয় দল গড়ছেন সৌরভ৷ সেসময়ই দলে প্রবেশ ঘটল মুম্বইয়ের এক পেস বোলারের। নাম আবিষ্কার সালভি। তবে ক্রিকেট জীবন দীর্ঘস্থায়ী হল না তাঁর৷ মাত্র ৪টি একদিনের ম্যচ খেলার পরেই হারিয়ে যান এই পেসার। তবে শুনলে অবাক হবেন, বর্তমানে তিনি এক জ্যোতির্বিজ্ঞানী৷

২০০৩ সালে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে বেশ নজর কেড়েছিলেন মুম্বইয়ের এই বোলার। জাভাগল শ্রীনাথ অবসর নেওয়ার পরই ভারতীয় দলে প্রবেশ আবিষ্কারের। তাঁর সমসাময়িক ছিলেন গৌতম গম্ভীর। সৌরভের নেতৃত্বে ভারতের হয়ে বাংলাদেশে সিরিজ খেলতেও গিয়েছিলেন আবিষ্কার। তবে ক্রিকেটের যাত্রাপথ দীর্ঘকালীন হয়নি। জাতীয় দলের জার্সিতে মাত্র ৪টি একদিনের ম্যাচ খেলার সুযোগ পান তিনি। তারপরই আর তাঁর দেখা মেলে না। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস'র হয়েও মাঠে নামতে দেখা গিয়েছিল তাঁকে৷ তবে সেখানেও তেমন ছাপ ফেলতে পারেননি। আস্তে আস্তে ক্রিকেটের দুনিয়া থেকেই হারিয়ে যান তিনি।

তবে খেলার পাশাপাশি জোরকদমে নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন আবিষ্কার। ছোটবেলা থেকেই মহাকাশ নিয়ে আগ্রহ থাকার কারণে সেই বিষয়েই পড়াশুনো শুরু করেন তিনি। মাস্টার্স শেষ করে অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডিও করেন তিনি। এরপরই জ্যোতির্বিজ্ঞানী হিসেবে নতুন এক পরিচয় গড়ে তাক লাগিয়ে দেন সকলকে।

এসবের মাঝেই আবার ক্রিকেটের ময়দানে ফিরে কোচিংও করাতে শুরু করেন আবিষ্কার। পন্ডিচেরি রঞ্জি দলের দায়িত্ব সামলানোর পাশাপাশি ওমান জাতীয় দলের কোচিংও করান তিনি। তবে বর্তমানে ফের পড়াশোনার পথেই ফিরেছেন ৩৮ বছরের প্রাক্তন এই ক্রিকেটার। জ্যোতির্বিজ্ঞানী হওয়ার পর এখন আবিষ্কারের স্বপ্ন শুধু একটাই, নাসা বা ইসরোর মত প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা।