বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ওয়ান-ডে ক্রিকেটেও কি নেতৃত্ব ছাড়তে চলেছেন কোহলি? খোলসা করলেন প্রাক্তন কোচ শাস্ত্রী

০৯:১৫ পিএম, নভেম্বর ১২, ২০২১

ওয়ান-ডে ক্রিকেটেও কি নেতৃত্ব ছাড়তে চলেছেন কোহলি? খোলসা করলেন প্রাক্তন কোচ শাস্ত্রী

টি-২০ বিশ্বকাপে ভারতের অভিযান শেষের পরই কুড়ি ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। প্রত্যাশা মতোই, জাতীয় দলের নেতৃত্বভার এবার উঠেছে রোহিত শর্মার হাতে। এরপরই হাওয়ায় ভাসছে আরেকটি খবর৷ টি-২০-র পর এবার হয়তো একদিনের ক্রিকেটের অধিনায়কত্বও হারাতে চলেছেন কোহলি। সাদা বলের দুই ফর্ম্যাটেই এখন অধিনায়ক হওয়ার জোর দাবিদার বিরাটের বর্তমান ডেপুটি রোহিত শর্মা। ২০২৩ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। শীঘ্রই হয়তো ওয়ান-ডের নেতৃত্বও ছাড়তে পারেন বিরাট, এমন ঈঙ্গিতই দিলেন শাস্ত্রী।

[caption id="attachment_39649" align="alignnone" width="1080"]ওয়ান-ডে ক্রিকেটেও কি নেতৃত্ব ছাড়তে চলেছেন কোহলি? খোলসা করলেন প্রাক্তন কোচ শাস্ত্রী ওয়ান-ডে ক্রিকেটেও কি নেতৃত্ব ছাড়তে চলেছেন কোহলি? খোলসা করলেন প্রাক্তন কোচ শাস্ত্রী[/caption]

সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন কোচ বলেন, "কোহলির নেতৃত্বে লাল বলের ক্রিকেটে শেষ পাঁচ বছরে ভারত বিশ্বের এক নম্বর টিম। বিরাট যদি একান্তই মানসিক ভাবে ক্লান্ত হয়ে না পড়েন বা ব্যাটিংয়েই ফোকস করতে চান, তাহলে তিনি অধিনায়কত্ব ছাড়বেন বলে মনে হয় না। তবে ওয়ান-ডে ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি হয়তো ছাড়তে পারেন। শুধুমাত্র টেস্টের নেতৃত্বেই ওঁর ফোকাস থাকবে। সেই সিদ্ধান্ত নেবে ওঁর মাথা আর শরীর।"একইসঙ্গে শাস্ত্রী আরও জানিয়েছেন, কোহলিই প্রথম নন যিনি ব্যাটিংয়ে ফোকাস করার জন্য ক্যাপ্টেন্সি ছাড়লেন। অতীতে বহু ক্রিকেটারও এই একই কারণে দলের নেতৃত্ব ছেড়েছিলেন।

উল্লেখ্য, ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা টি-২০ সিরিজের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। তবে ওয়ান-ডে অধিনায়কত্ব নিয়ে এখনও কিছু আলোচনা হয়নি। বোর্ড সূত্রে খবর, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে অধিনায়ক কোহলি এবং ডেপুটি রোহিতের অবদানের কথা মাথায় রেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে অনেকেই মনে করছেন, টি-২০-র পর একবার একদিনের ক্রিকেটের নেতৃত্ব ভারও রোহিতের হাতে ওঠা কেবল সময়েরই অপেক্ষা।