বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চতুর্থ দফায় ৪৪ আসনে ভোটগ্রহণ, নজরে একঝাঁক হেভিওয়েট

০৯:৪২ পিএম, এপ্রিল ৯, ২০২১

চতুর্থ দফায় ৪৪ আসনে ভোটগ্রহণ, নজরে একঝাঁক হেভিওয়েট

পশ্চিমবঙ্গে আগামীকাল শনিবার ৫ জেলার ৪৪ আসনে ভোটগ্রহণ। চতুর্থ দফায় মোট ৩৭৩ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে । ইতিমধ্যেই আগামীকালের ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক তত্‍পরতা শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিতে শুরু করেছেন ভোট কর্মীরা। আগামীকাল যে ৪৪ আসনে ভোট হবে তার মধ্যে দক্ষিণ ২৪ পরগণার ১১, হুগলির ১০, হাওড়ার ৯, কোচবিহারে ৯ এবং আলিপুরদুয়ারের ৫ আসন আছে।

আগামীকালের ৪৪ আসনের জন্য মোট প্রার্থী আছেন ৩৭৩ জন। যার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৫০। মোট বুথের সংখ্যা ১২,৩১০। আগামীকালের ভোটদানে অংশ নেবেন প্রায় ১.১৫ কোটি ভোটার। যার মধ্যে প্রায় ৫৬.৯৪ লক্ষ মহিলা এবং ২৯৩ জন তৃতীয় লিঙ্গের মানুষ।

চতুর্থ দফার নির্বাচনে বিজেপি এবং তৃণমূল ৪৪ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে সংযুক্ত মোর্চার পক্ষে সিপিআই(এম) প্রার্থী ২২ জন, কংগ্রেস ৯ জন, ফরওয়ার্ড ব্লক ৬ জন, আই এস এফ ৪ এবং আর এস পি-র ২ জন করে এবং ১ জন সিপিআই প্রার্থী আছেন। এই দফায় মোট নির্দল প্রার্থী ১৫৩ জন।

রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে লড়াইয়ের ময়দানে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী আগামীকাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে আছেন তৃণমূলের- রবীন্দ্রনাথ ঘোষ -নাটাবাড়ি, সৌরভ চক্রবর্তী - আলিপুরদুয়ার, লাভলি মৈত্র - সোনারপুর দক্ষিণ, জাভেদ খান - কসবা, স্বাতী খান্দেকার - চণ্ডীতলা, রত্না চট্টোপাধ্যায় - বেহালা পূর্ব, পার্থ চট্টোপাধ্যায় - বেহালা পশ্চিম, বিদেশ বসু - উলুবেড়িয়া পূর্ব, মনোজ তিওয়ারি- শিবপুর, রত্না দে নাগ - পান্ডুয়া, কাঞ্চন মল্লিক - উত্তরপাড়া, অরূপ বিশ্বাস - টালিগঞ্জ, বেচারাম মান্না- সিঙ্গুর, ইন্দ্রনীল সেন চন্দননগর, উদয়ন গুহ-দিনহাটা।

বিজেপির প্রার্থীদের মধ্যে আছেন - নিশীথ প্রামাণিক - দিনহাটা, মালতি রাভা রায় - তুফানগঞ্জ, মনোজ টিগ্গা - মাদারিহাট, অঞ্জনা বসু - সোনারপুর দক্ষিণ, বাবুল সুপ্রিয় - টালিগঞ্জ, বেচারাম মান্না - সিঙ্গুর, পায়েল সরকার - বেহালা পূর্ব, শ্রাবন্তী চট্টোপাধ্যায় - বেহালা পশ্চিম, রাজীব বন্দ্যোপাধ্যায় - ডোমজুড়, বৈশালী ডালমিয়া - বালি, লকেট চট্টোপাধ্যায় - চুঁচুড়া, রবীন্দ্রনাথ ভট্টাচার্য - সিঙ্গুর, যশ দাশগুপ্ত - চণ্ডীতলা

অন্যদিকে সংযুক্ত মোর্চার প্রার্থীদের মধ্যে আছেন - শতরূপ ঘোষ - কসবা, সুজন চক্রবর্তী - যাদবপুর, দেবদূত ঘোষ - টালিগঞ্জ, দীপ্সিতা ধর - বালি, সৃজন ভট্টাচার্য - সিঙ্গুর, মহম্মদ সেলিম - চণ্ডীতলা, আবদুল মান্নান - চাঁপদানি, দেবপ্রসাদ রায় - আলিপুরদুয়ার প্রমুখ ।