বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

জিওর টাওয়ার বসানোর নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা! গ্রেফতার হল মূল চক্রি সহ ৩

০৫:২৮ পিএম, মার্চ ১৮, ২০২১

জিওর টাওয়ার বসানোর নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা! গ্রেফতার হল মূল চক্রি সহ ৩

নিজস্ব প্রতিবেদনঃ ফের জালিয়াতির অভিযোগ! এবার জিও কোম্পানির টাওয়ার বসানোর নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার ঘটনা ঘটলো। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে মূল চক্রি সহ ৩। গতকাল রাতে অভিযুক্তদের গ্রেফতার কে সুন্দরবন সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সোদপুর এলাকায় একটি অফিস খুলে প্রবীণ নাগরিকদের টার্গেট করতো এই চক্র। তাদেরকে ফোন করে তাদের জমি বা বাড়িতে জিও কোম্পানির টাওয়ার বসানোর প্রলোভন দেখাতো এই চক্র। যারা রাজি থাকতো তাদের থেকে নেওয়া হত রেজিস্ট্রেশন ফি বাবদ একটা অর্থ। এর পরই ফোন পরিবর্তন করে দিত অভিযুক্ত। সেই ঘটনার তদন্ত শুরু করে সুন্দরবন সাইবার ক্রাইম থানার পুলিশ।

আর তারপরই গতকাল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় সদরপুরের অফিসে। সেখান থেকে মূল চক্রী শ্বেতা দাস, অঞ্জন দলোই ও চন্দন চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের আদালতে তোলার কথা থাকে। এছাড়া পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।