বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

৩০ নভেম্বরের পর কি তবে বন্ধ হয়ে যাবে দেশের মানুষের জন্য বিনামুল্যের রেশন?

০৯:১৫ পিএম, নভেম্বর ৫, ২০২১

৩০ নভেম্বরের পর কি তবে বন্ধ হয়ে যাবে দেশের মানুষের জন্য বিনামুল্যের রেশন?

বংনিউজ ২৪x ডিজিটাল ডেস্কঃ দেশে করোনা পরিস্থিতিতে, সাধারণ মানুষের কথা বিবেচনা করে চালু হয়েছিল বিনামূল্যে রেশন। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় করোনা আবহে দেশব্যাপী সাধারণ মানুষকে বিনামূল্যে যে রেশন দেওয়া হচ্ছিল, তার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ৩০ তারিখ। এরপরেও কি এই প্রকল্পের আওতায় বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন সাধারণ মানুষ? এই প্রশ্নই উঠছে।

কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে অবশ্য জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বরের পর বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ বৃদ্ধির এখনও কোনও প্রস্তাব তাঁদের কাছে এসে পৌঁছয়নি। তাই এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না যে, আগামীদিনেও বিনামূল্যে রেশন দেওয়া হবে কিনা।

কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে এই প্রসঙ্গে আরও জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকার ভাবছে, যেহেতু দেশের অর্থনীতি আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, পাশাপাশি খোলা বাজারেও খাদ্যশস্যও বিক্রি হচ্ছে, তাই এই প্রকল্পের মেয়াদ নতুন করে বৃদ্ধির এখনও কোনও প্রস্তাব আসেনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।