মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

হৃদরোগের নাড়ি-নক্ষত্র হাতের মুঠোয়, ১৬ হাজারের বেশি সার্জারি! সেই ‘ভগবান’ ডাক্তারের মৃত্যু হার্ট অ্যাটাকে

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৫:৪৮ পিএম | আপডেট: জুন ৭, ২০২৩, ০১:৪৮ পিএম

হৃদরোগের নাড়ি-নক্ষত্র হাতের মুঠোয়, ১৬ হাজারের বেশি সার্জারি! সেই ‘ভগবান’ ডাক্তারের মৃত্যু হার্ট অ্যাটাকে
হৃদরোগের নাড়ি-নক্ষত্র হাতের মুঠোয়, ১৬ হাজারের বেশি সার্জারি! সেই ‘ভগবান’ ডাক্তারের মৃত্যু হার্ট অ্যাটাকে

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অন্যের জীবন বাঁচানোর একজন চিকিৎসকের মূল কাজ বা কর্তব্য। সেই জীবন বাঁচাতে বাঁচাতেই চিকিৎসক ঢলে পড়লেন মৃত্যুর কোলে। ভাবছেন এর মধ্যে অস্বাভাবিকত্ব কোথায়? মৃত্যু তো একদিন সবারই হবে। সেটাই তো স্বাভাবিক। তা ঠিক, জন্ম যেমন স্বাভাবিক তেমনই তার মৃত্যুও স্বাভাবিক। কিন্তু এই মৃত্যুকে আলাদা করে বলা কারণ। যে চিকিৎসকের মৃত্যুর কথা বলা হচ্ছে, তিনি গুজরাটের জামনগরের বাসিন্দা ডা. গৌরব গান্ধী। ডা. গৌরব গান্ধী হার্ট রোগীদের কাছে ছিলেন ঈশ্বরতুল্য। হৃদরোগের নাড়ি- নক্ষত্র জানা সেই চিকিৎসকই নিজের ক্ষেত্রে ফাঁকে পড়ে গেলেন অসময়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। কারণ সেই হার্ট অ্যাটাক।

জানা গিয়েছে, মাত্র ৪১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত ডা.গৌরব গান্ধী। তাঁকে সাততাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা করা যায়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই হার্টের চিকিৎসক। মাত্র ২০ বছরের চিকিৎসক জীবনে এই কার্ডিওসার্জেন মোট ১৬ হাজারেরও বেশি হার্ট সার্জারি করেছেন। ‘হল্ট হার্ট অ্যাটাক’ নামে তাঁর একটি ফেসবুক পেজও রয়েছে। সেখানে হৃদরোগ নিয়ে নানা সচেতনতামূলক প্রচার করা হয়। প্রচুর মানুষ তাঁর এই পেজ ফলো করেন। খুব স্বাভাবিকভাবেই তিনি অল্প বয়সেই হৃদরোগ আক্রান্তদের কাছে হয়ে উঠেছিলেন ‘মসিহা’।

এদিকে, নিজের কাজের মধ্যেই দিয়েই খুব কমদিনের মধ্যে পেশাগত জগতে প্রশংসা কুড়িয়েছিলেন ডা.গৌরব গান্ধী। তাঁর দক্ষতাই ডা. গৌরব গান্ধীকে কার্ডিওলজিস্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল তাঁকে। হার্টের নানা রোগ নিয়ে তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় লেখালিখি করতেন।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, MBBS পাশ করার পর ডা. গৌরব গান্ধী আমেদাবাদে কার্ডিওথোরাসিক সার্জারিতে MS করেন। এরপর জামনগর থেকেই তিনি হৃদরোগের চিকিৎসা করতে শুরু করেন। সামান্য থেকে সামান্যতম উপসর্গ দেখেই এই গুজরাটি চিকিৎসক সতর্ক করতেন নিজের রোগীদের আগে থেকেই। তাহলে কি রোগীদের শুশ্রুষা করতে করতেই নিজের জীবন নিয়ে অবহেলা করতে শুরু করেছিলেন ডা. গৌরব? এমনটাই মনে করছেন পরিবারের সদস্যরা।

এত সংখ্যক হৃদরোগীকে সারিয়ে তোলা চিকিৎসক কেন নিজের সমস্যার বিষয়টা শুরুতেই ধরতে পারলেন না? নিজের বেলায় কেন অসচেতন হয়ে পড়লেন তরুণ এই চিকিৎসক? এই নিয়ে চিকিৎসকমহলেই নানা জল্পনা চলছে। চিকিৎসকের মৃত্যুতে হতবাক তাঁর চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠা রোগীরাও।

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সাম্প্রতিক রিপোর্ট বলছে, হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে মহিলাদের মধ্যে। প্রতি বছর প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষের মৃত্যুর কারণ হৃদযন্ত্রের নানা সমস্যা। এই সংখ্যা ক্রমেই বাড়ছে। গবেষণা বলছে, পুরুষদের তুলনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত মহিলার সংখ্যা প্রায় দ্বিগুণ। পুরুষদের তুলনায় মহিলাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পরিমাণ ২.৮ শতাংশ বেশি। এর কারণ হিসেবে দেখানো হয়েছে উচ্চ রক্তচাপ, সুগার, স্ট্রোক। পুরুষদের ক্ষেত্রে সবেচেয় ক্ষতিকর হয়ে দাঁড়ায় ধূমপানের অভ্যাস।