শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সুখবর কেন্দ্রীয় সরকারী কর্মীদের! ১ জুলাই থেকে বাড়তে চলেছে বেতন ও DA-এর পরিমাণ

০৩:০৬ পিএম, এপ্রিল ১৫, ২০২১

সুখবর কেন্দ্রীয় সরকারী কর্মীদের! ১ জুলাই থেকে বাড়তে চলেছে বেতন ও DA-এর পরিমাণ

নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য সুখবর। এর আগেই ৫২ লক্ষ কর্মচারীদের জন ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রের ঘোষণা, ১ জুলাই ২০২১ থেকেই কার্যকর হবে বর্ধিত মহার্ঘ ভাতা৷ এছাড়াও All India Consumer Price Index (AICPI)-এর তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, জানুয়ারি ২০২১ থেকে ৩০ জুন ২০২১-এর মধ্যে কমপক্ষে ৪ শতাংশ ডিএও বৃদ্ধি পেতে পারে।

কেন্দ্রীয় সরকারী কর্মীদের বেতনকে তিনটি স্তরে ভাগ করা হয়ে থাকে ৷ তা হল, মূল বেতন, ভাত ও বিভিন্ন খাতে টাকা কাটার পরিসংখ্যান ৷কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ নেট সিটিসি ৷ বেতনের সঙ্গে বেসিক অ্যালাউন্সের গুণিতক ৷ নেট স্যালারি হল নেট ডিডাকশন পিএফে অংশদান বা গ্র্যাচুইটি ইত্যাদি ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের পরে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ১৭ শতাংশ থেকে ২৮ শতাংশে পৌঁছে যেতে পারে ৷ এর মধ্যে জুন ২০২০ পর্যন্ত ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। জুলাই ২০২১ থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত ডিএ ৪ শতাংশ ও জানুয়ারি ২০২১ থেকে জুন ২০২১ পর্যন্ত ৪ শতাংশ অতিরিক্ত ডিএ-ও এর মধ্যে অন্তর্গত ৷

তবে ডিএ বৃদ্ধির একটি খারাপ দিকও রয়েছে। কর্মীর পিএফ ও গ্যাচুইটির ক্ষেত্রে বিশেষ ভাবে খারাপ প্রভাব ফেলে তা। ১ জুলাই ২০২১ থেকে ডিএ বৃদ্ধির ফলে প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ক্ষতিগ্রস্ত হবে৷ অবসরের পরে কর্মীদের সম্বল পিএফ ও গ্র্যাচুইটি। সিজিএফ এর কন্ট্রিবিউশন এবং গ্র্যাচুইটি নির্ণয় করা হয় বেসিক বেতন ও ডিএ-এর ভিত্তিতে৷ তবে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিআর অর্থাৎ ডিয়ানেস রিলিফ রয়েছে৷ ডিএ বাড়ানোর ফলে নির্দিষ্ট নিয়মে বাড়তে চলেছে ডিআরও। গতবছর করোনার ফলে কেন্দ্রীয় বন্ধ হয়েছিল ডিএ। তবে বর্তমানে ডিএ অর্থাৎ ডিআর দুই-ই বৃদ্ধি পাবে৷