বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

পাকা চুল থেকে খুশকি, সব সমস্যার সমাধান ঘি-এর ব্যবহারেই

১১:৩৭ পিএম, এপ্রিল ৩, ২০২১

পাকা চুল থেকে খুশকি, সব সমস্যার সমাধান ঘি-এর ব্যবহারেই

ঘি খাবারের স্বাদ বৃদ্ধি করার পাশাপাশি ত্বক ও চুল ভাল রাখতেও কার্যকরী ভূমিকা পালন করে। ঘি দিয়ে চুলে ম্যাসাজ করলে চুল ফেটে যাওয়া, খুশকির সমস্যা, চুল পেকে যাওয়ার মতো অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ঘি তে উপস্থিত পুষ্টিগুন চুলের যত্নের জন্য খুব গুরুত্বপূর্ণ।

আমরা জানি খুশকি চুলের প্রচুর ক্ষতি করে। তাই খুশকি দূর করতে আপনি দেশী ঘি ব্যবহার করতে পারেন। দেশী ঘি দিয়ে ১৫ মিনিট চুলে ভালোভাবে ম্যাসাজ করুন। দেশী ঘি লাগালে কেবলমাত্র খুশকি কম হয় তাই নয়, পাশাপাশি চুল উজ্জ্বল ও কালো থাকবেন

চুলের বৃদ্ধি চাইলে আপনি ঘি দিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন। ঘি-এর মধ্যে আমলকি বা পেঁয়াজের রস মিশিয়ে তা মাথায় লাগাতে পারেন। এটি চুলের বৃদ্ধিতে খুবই উপকারী। দেশি ঘি দিয়ে চুলে ম্যাসাজ করলে, চুল পড়া কমে যাবে অনেক। প্রতিদিন স্ক্যাল্পে ঘি ম্যাসাজ করলে মাথায় রক্ত চলাচল স্বাভাবিক বজায় থাকে এবং চুল বাড়তে সাহায্য করে।

চুলে আর্দ্রতার অভাবে চুল নিস্তেজ এবং ড্যামেজ হয়ে যায়। তবে ঘি-তে থাকা হেলদি ফ্যাটি অ্যাসিড মাথার ত্বককে পুষ্ট করে চুলের গোড়াকে ভিতর থেকে হাইড্রেট করে, যার ফলে চুল অনেক সফ্ট হয়।