বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সুখবর! স্টেট ব্যাঙ্ক গ্রাহকরা বাড়ি বসেই করতে পারেন এই জরুরি কাজ, জানুন বিস্তারিত

০৫:৩৫ পিএম, মে ১৮, ২০২১

সুখবর! স্টেট ব্যাঙ্ক গ্রাহকরা বাড়ি বসেই করতে পারেন এই জরুরি কাজ, জানুন বিস্তারিত

বংনিউজ২৪x৭ ডেস্কঃ দেশের অন্যতম সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এবার স্টেট ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সুখবর। এবার থেকে স্টেট ব্যাঙ্ক এর গ্রাহকরা বাড়ি বসেই অনলাইনে ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বর বদলাতে পারবে। উল্লেখ্য অফলাইনে রেজিস্টার্ড মোবাইল নম্বর বদলাতে ব্যাঙ্কের শাখায় গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে তারসঙ্গে পরিচয় পত্র জমা দিতে হয়৷ তারপর ফর্ম জমা দেওয়ার কিছুদিন পর গ্রাহকের নতুন মোবাইস নম্বর রেজিস্টার্ড হয়৷ তবে অনলাইন রেজিস্টার্ড মোবাইল নম্বর বদলানোর ক্ষেত্রে কী করতে হবে দেখে নিন..

এক্ষেত্রে মোবাইল নম্বর আপডেট করার জন্য গ্রাহকের এটিএম কার্ডের পাশাপাশি অ্যাক্টিভেটেড মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রথমে স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে লগইন করে বাঁ-দিকে থাকা নেভিগেশন মেনু থেকে 'My Accounts and Profile' এ ক্লিক করতে হবে। তারপর ড্রপ ডাউন মেনু থেকে 'Profile' এর অপশনে ক্লিক করতে হবে। এরপর পার্সোনাল ডিটেলস ও মোবাইল নম্বরে ক্লিক করতে হবে। তারপর প্রোফাইল পাসওর্য়াড দিয়ে সাবমিট করতে হবে।

এরপর 'Change Mobile Number-Domestic only (Through OTP/ATM/Contact Centre)' অপশনে ক্লিক করতে হবে। তারপরই একটি নতুন পেজ আসবে। সেখানে নিজের 'Personal Details-Mobile Number Update' অপশন আসবে। সেখানে মোবাইল নম্বর দিতে হবে৷ আরও একবার মোবাইল নম্বর দিয়ে সাবমিট করতে হবে। তারপর 'Verify and confirm your mobile number xxxxxxxxxx' ক্লিক করে "OK" ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বরে আসা ওটিপি-র মাধ্যমে বদলে ফেলতে পারবেন নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর ৷