শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ক্রমশ স্বাস্থ্যের অবনতি হওয়ায়, ডমিনিকা হাইকোর্টে জামিন মঞ্জুর হিরে ব্যবসায়ী মেহুল চোকসির

১০:২১ পিএম, জুলাই ১২, ২০২১

ক্রমশ স্বাস্থ্যের অবনতি হওয়ায়, ডমিনিকা হাইকোর্টে জামিন মঞ্জুর হিরে ব্যবসায়ী মেহুল চোকসির

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ক্রমশ স্বাস্থ্যের অবনতি হচ্ছে পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির। আর সেই কারণেই তিনি আদালতে উপস্থিত থাকতে পারছিলেন না। তাই এবার তাঁর স্বাস্থ্যের কথা বিবেচনা করেই, মেহুল চোকসির জামিন মঞ্জুর করল ডমিনিকা হাইকোর্ট। শুধু জামিন মঞ্জুর করাই নয়, তার পাশাপাশি অ্যান্টিগা এবং বারবুদায় ভ্রমণে অনুমতিও দেওয়া হল ডমিনিকা হাইকোর্টের পক্ষ থেকে।

উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩,৫০০ কোটি টাকা আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত মেহুল চোকসি ২০১৮ সাল থেকেই দেশ থেকে পলাতক। গত ২৩ মে অ্যান্টিগা থেকে ডমিনিকায় বেআইনি অনুপ্রবেশের কারণে তাঁকে গ্রেফতার করে কারাবন্দি করে ডমিনিকা প্রশাসন। যদিও অ্যান্টিগার নাগরিকত্ব নেওয়ার পর চোকসির দাবি সম্পূর্ণ ভিন্ন, তিনি দাবি করেছেন যে, সেই দেশ থেকে তাঁকে নির্বাসিত করা হয়েছে ভারতের নির্দেশেই। মেহুল চোকসির আরও অভিযোগ, তাঁকে অপহরণ করে, ইচ্ছা করেই ডমিনিকায় আনা হয়েছে। সোমবার রসিউয়ের ডমিনিকা-চায়না ফ্রেন্ডশিপ হাসপাতালের ওয়ার্ড থেকে ভার্চুয়ালি হাইকোর্টের শুনানিতে অংশগ্রহণ করেন মেহুল চোকসি। সেখানেই চোকসির জামিন মঞ্জুর করে ডমিনিকা হাইকোর্ট। চোকসির ক্রমাগত অবনতি হতে থাকা স্বাস্থ্যের কথা বিবেচনা করেই, তাঁকে অ্যান্টিগায় ফিরে যাওয়া অনুমতিও দেওয়া হয়েছে।