বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

দুর্গাপুজোর ঢঙেই পুরাতন মালদায় পালিত হচ্ছে গণেশ জননী পুজো

০৫:২৩ পিএম, ফেব্রুয়ারি ১৯, ২০২১

দুর্গাপুজোর ঢঙেই পুরাতন মালদায় পালিত হচ্ছে গণেশ জননী পুজো
নিজস্ব প্রতিবেদনঃ মালদাঃ করোনা আবহ কাটিয়ে বর্তমানে জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে। নানা জায়গায় বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে শুরু করে অন্নপ্রাশন সহ ধর্মীয় নানা অনুষ্ঠানও ঝাঁকজমক ভাবেই পালিত হচ্ছে। আর তারমধ্যে এবার পুরাতন মালদার সাহাপুরে সাড়ম্বরে পালিত হল গণেশ জননী পুজো। আজ শুক্রবার ছিল অষ্টমী। এই পুজোকে কেন্দ্র করে মানুষের ঢল নামে গণেশ জননী তলায়। ওই এলাকার মিলন সংঘের উদ্যোগে গণেশ জননী উৎসব করা হচ্ছে বলে জানা গেছে। এবার ৩২ বছরে পা দিল এই পুজো। এপ্রসঙ্গে ক্লাব কর্তাদের থেকে জানা যায়, প্রায় দুর্গাপুজোর ঢঙেই পালিত হয় এই পুজো। সাহাপুর শিবমন্দিরের কাছে এই গণেশ জননী পূজাকে ঘিরে প্রতিবছরই ভক্তদের ভিড় হয়। অন্যদিকে মালদা ছাড়াও বিভিন্ন জেলা থেকে ভিড় করেন ভক্তরা। এমনকি পূজাকে ঘিরে বসে মেলা। ক্লাবের সম্পাদক অভিজিৎ মন্ডল জানান, তাদের জন্মের আগে থেকে এই পুজো হয়ে আসছে। জাগ্রত এই পুজোকে ঘিরে বহু মানুষ ভিড় করেন। অনেকে মানত রাখেন। এই পুজো কে ঘিরে চারদিন ধরে মেলা হয়।