শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ঘর থেকে টিকটিকি তাড়ান খুব সহজে, জেনে নিন পদ্ধতি

১১:৩৮ পিএম, জুলাই ১৩, ২০২১

ঘর থেকে টিকটিকি তাড়ান খুব সহজে, জেনে নিন পদ্ধতি

আপনারা কি জানেন পেঁয়াজ, রসুনের গন্ধ টিকটিকির একদমই পছন্দ নয়। তাই যদি টিকটিকি তাড়াতে চাইলে ঘরের বিভিন্ন প্রান্তে পেঁয়াজ বা রসুনের কোয়া ছড়িয়ে রাখতে পারেন। খুব সহজেই টিকটিকি পালিয়ে যাবে সেখান থেকে।

এছাড়াও তামাক গুঁড়ো করে তার একটি ঘন পেস্ট তৈরি করে সেটি নিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করুন। তারপর সেটিকে টুথপিক এর ওপরে গেঁথে ঘরের যে সব জায়গায় বেশি টিকটিকি ঘুরে বেড়ায় সেই সব জায়গায় রেখে দিন। খুব তাড়াতাড়ি উপকার পাবেন।

ন্যাপথলিনে উগ্র গন্ধ থাকে আর সেই গন্ধ সহ্য করতে পারে না টিকটিকি। তাই ঘরের যে সব জায়গায় টিকটিকি বেশি ঘুরে বেড়ায় সেখানে ন্যাপথলিন রেখে দিলে, ঘর থেকে পালিয়ে যেতে বাধ্য হবে টিকটিকি।

বোতলে জল নিয়ে তাতে কয়েক চামচ গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এক সঙ্গে মিশিয়ে টিকটিকি সেখানে থাকে সেই জায়গায় স্প্রে করে দিন। পালাবে সকল টিকটিকি।

ঘর বাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। সম্ভব হলে প্রতিদিন জীবাণুনাশক তরল পদার্থ দিয়ে ঘর মুছুন। এতে করে ঘরে টিকটিকি এর সাথে অন্যান্য কীট পতঙ্গ, পোকা মাকড়ও কম প্রবেশ করবে।