বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সকালে উঠে ব্রেকফাস্টে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়, জেনে নিন

১১:৪৪ পিএম, সেপ্টেম্বর ২৭, ২০২১

সকালে উঠে ব্রেকফাস্টে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়, জেনে নিন
যেসব খাবার খাবেন: ভাতের বদলে সম্ভব হলে আটার রুটি খান। রুটির থেকে তৈরি হওয়া গ্লাইকোজেন ভাতের তুলনায় দ্রুত গলে যায় আমাদের শরীরের। সঙ্গে রাখুন টক দই, ডিম, কম তেলের সব্জি বা চিকেন স্যুপ। মিষ্টি দইয়ের বদলে সাধারণ টক দই যোগ করুন সকালের নাস্তায়। সকালের নাস্তায় ফলের রসের বদলে আস্ত ফল খাওয়ার অভ্যাস করুন। আর একান্তই যদি ফলের রস খেতে হয় তবে বাজারের প্যাকেটজাত ফলের রস না কিনে বাড়িতেই ফল কিনে এনে তার থেকে ফস তৈরি করে খান। যেসব খাবার খাবেন না: সকালে আলাদাভাবে নাস্তা না করে ভাত খেয়েই অফিসে যান অনেকে। কিন্তু এটি আপনার শরীরের জন্য ক্ষতিকর। সকালের প্রথম খাবারেই একগাদা শর্করা শরীরে না প্রবেশ করানোই ভালো হবে। তাই এই বিষয় মেনে চলুন। সকালের নাস্তায় লুচি-পরোটা খান নাকি? এমন অভ্যাস আজই বাদ দিন। ময়দায় ফাইবার যেমন কম থাকে, তেমনই এতে ফ্যাট জমার সম্ভাবনাও অনেক বেশি। এর বদলে দুধের সঙ্গে ওটস খেতে পারেন। এতে পেটও ভরবে, পুষ্টিগুণও বাড়বে। সকালের নাস্তায় টোস্ট আর কফি পছন্দ করেন। কফি বা ময়দার পাউরুটি কোনোটাই শরীরের জন্য খুব একটা উপকারী নয় খাবারটা। বরং পাউরুটি থেকে হজমের নানা সমস্যা ও ফ্যাট বাড়ার ভয় থাকে। তাই এগুলি এড়িয়ে যাওয়া স্রোত