শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

আজ জগন্নাথদেবের রথযাত্রা উৎসব, কতক্ষণ থাকবে পুণ্যতিথি? শুভ মুহূর্তই বা কখন?

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২০, ২০২৩, ১০:২৮ এএম | আপডেট: জুন ২০, ২০২৩, ০৬:২৮ এএম

আজ জগন্নাথদেবের রথযাত্রা উৎসব, কতক্ষণ থাকবে পুণ্যতিথি? শুভ মুহূর্তই বা কখন?
আজ জগন্নাথদেবের রথযাত্রা উৎসব, কতক্ষণ থাকবে পুণ্যতিথি? শুভ মুহূর্তই বা কখন?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অবশেষে প্রতীক্ষার অবসান। জগন্নাথ দেবের রথযাত্রা আজ ২০ জুন, মঙ্গলবার। ফলে এখন পুরীধাম ও দেশের অন্যান্য জায়গায় রথযাত্রার উৎসব উপলক্ষে সাজ সাজ রব চারিদিকে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই জগন্নাথ মন্দির চত্বর-সহ সমগ্র পুরীতে কড়া নিরাপত্তা জারি হয়েছে। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রার পর অপেক্ষা থাকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার।

অবশেষে সেই অপেক্ষার অবসান আজইা আজই জগন্নাথদেবের রথের দড়িতে টান পড়বে। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার রথযাত্রা। এবছর জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পড়েছে আজকের দিনে, অর্থাৎ ২০ জুন, মঙ্গলবার।

দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, এবছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হবে ১৯ জুন সকাল ১১.২৫ মিনিটে। দ্বিতীয়া তিথি থাকবে মঙ্গলবার অর্থাৎ ২০ জুন দুপুর ১.০৭ মিনিট পর্যন্ত। মঙ্গলবার মূল রথযাত্রা শুরু হবে রাত ১০.৪ মিনিটে। রথযাত্রার সমাপন হবে বুধবার সন্ধে ৭.০৯ মিনিটে। রথযাত্রার ৮ দিন পর পালিত হবে উল্টো রথযাত্রা। রথযাত্রার দিন নানা শুভকাজের জন্য আদর্শ। নতুন অলঙ্কার, বাহন কেনা থেকে শুরু করে শুভ কাজের জন্য এই তিথি এবং দিনটি খুবই শুভ মানা হয়।

আজ দিনভর নানা শুভ মুহূর্ত আছে। পঞ্জিকা অনুযায়ী আজ সকাল ১১.৫৫ থেকে দুপুর ১২.৫১ পর্যন্ত অভিজিৎ মুহূর্ত এবং আবার দুপুর ২.৪২ থেকে ৩.৩৮ পর্যন্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত। মঙ্গলবার সকাল ৮.১১ থেকে ৯.০৭ পর্যন্ত এবং রাত ১১.২৩ থেকে রাত ১২.০৩ পর্যন্ত শুভ মুহূর্ত যোগ রয়েছে, পঞ্জিকা অনুযায়ী৷

আজ মহা ধুমধাম সহকারে বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব পালিত হয়য়ে থাকে। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা, ইস্কনের রথযাত্রার পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। আজ এই রথযাত্রা উপলক্ষে পুরীতে প্রচুর পর্যটক এবং ভক্তের সমাগম হয়। আবার আজ রথযাত্রা উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তে মেলাও বসে।