বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সাবধান! কুকুর বা পশুদের আঘাত করলে এবার হতে পারে ৭৫০০০ টাকা জরিমানা সঙ্গে হাজতবাসও, আসছে আইন

০২:৪৯ পিএম, ফেব্রুয়ারি ১০, ২০২১

সাবধান! কুকুর বা পশুদের আঘাত করলে এবার হতে পারে ৭৫০০০ টাকা জরিমানা সঙ্গে হাজতবাসও, আসছে আইন
আপনার কি সুযোগ পেলেই রাস্তার কুকুরদের ওপর আঘাত বা অত্যাচার করতে ইচ্ছে করে? পশুগুলি সামনে এলেই তাদের দিকে তাক ঢিল ছুঁড়তে থাকেন? তবে এবার সাবধান হয়ে যান! কারণ, এবার থেকে তা করলেই হতে পারে ৭৫০০০ টাকা জরিমানা। সেই সঙ্গে হাজতবাসও অসম্ভব নয়! রাস্তার পশুদের ওপর অত্যাচারে বিরুদ্ধে এতদিন ধরে ভারতে আইন অবশ্য ছিলই। কারণ, পশুদের আঘাত করা আইনানুসারে দণ্ডনীয় এক অপরাধ। এবার সেই আইনেরই সংশোধনী রূপ আনতে চলেছে কেন্দ্র। পুরোনো আইন অনুযায়ী, রাস্তার কুকুর বা অন্যান্য পশুদের ঢিল অত্যাচার বা আঘাত করলে, মাত্র ৫০ টাকা জরিমানা দিতে হত অভিযুক্তকে। এমনকি পশুটিকে মেরে ফেললেও একই নিয়ম জারি ছিল। এবার সেই পুরনো আইন বদলে তিন খসড়ার নতুন এক সংশোধিত আইন আসতে চলেছে শীঘ্রই। রাজ্যসভার সাংসদ রাজিব চন্দ্রশেখর সংশোধনী আইনটির প্রস্তাব রেখেছেন। আইনের তিনটি খসড়ায় পশুর প্রতি আঘাত, আঘাতের ফলে ক্ষত এবং আঘাতের কারণে মৃত্যু, তিনটি ভিন্ন কারণে ভিন্ন সাজার কথা বলা হয়েছে। পশুকে আঘাত করলে তার গুরুত্ব অনুযায়ী ৭৫০ টাকা থেকে ৭৫০০০ টাকা জরিমানা দিতে হবে অভিযুক্তকে। এমনকি আঘাতের গুরুত্ব বাড়লে এর তিন গুণ জরিমানাও অসম্ভব নয়। আর অভিযুক্তের হাতে পশুটির মৃত্যু হলে, হাজতবাসও প্রায় নিশ্চিত। আইন সংশোধন সংক্রান্ত খসড়া তৈরির কাজ শেষ হলেই সমস্ত মহলকে জানানো হবে তা। তারপরই নতুন আইন আনার পরিকল্পনা করেছে কেন্দ্র। প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশের বিভিন্ন আদালতে পশু অত্যাচার সংক্রান্ত ৩১৬টি মামলা চলছে। যার মধ্যে ৬৪টি চলছে দেশের শীর্ষ আদালত সুপ্রিমকোর্টে।