শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বিধানসভা বন্ধ রাখার নির্দেশ রাজ্যপালের

০৮:৫৪ এএম, ফেব্রুয়ারি ১৬, ২০২১

বিধানসভা বন্ধ রাখার নির্দেশ রাজ্যপালের
পশ্চিমবঙ্গের বিধানসভা অধিবেশন খারিজ না করে বন্ধ রাখার নির্দেশ দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সোমবার রাতে তিনি টুইটে এ খবর জানিয়ে লেখেন, "ভারতীয় সংবিধানের ১৭৪ ধারার ২ নম্বর বিধি, উপবিধি (ক) মোতাবেক এ দিন থেকে এটি কার্যকরী করা হল। https://twitter.com/jdhankhar1/status/1361328054035832836 উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয় বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভার অধিবেশন থেকেই বাদ যায় রাজ্যপালের ভাষণ। ট্যুইট করে এ নিয়ে অভিযোগও করেন জগদীপ ধনকর। নিয়ম অনুযায়ী, আইনসভার ক্ষেত্রে প্রথম উদ্বোধনী ভাষণ দিতে হয় সাংবিধানিক প্রধানকে। সংসদের উভয় কক্ষে শুরু হয় রাষ্ট্রপতির ভাষণ দিয়ে এবং রাজ্যের বিধানসভায় শুরু হয় রাজ্যপালের ভাষণ দিয়ে। কিন্তু এবার পশ্চিমবঙ্গে এবার ব্যতিক্রম কাণ্ড হয়। ট্যুইটে সংবিধানের বিশেষ ধারা সম্পর্কে জানিয়ে রাজ্যপাল সতর্ক করে দেন রাজ্য সরকারকে। সেইসঙ্গে তিনি সাফ জানান পশ্চিমবঙ্গের বিধানসভায় নিয়ম মানা হচ্ছে না।