বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বিধানসভার অধ্যক্ষের সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ রাজ্যপালের

০২:০১ পিএম, জুলাই ২৩, ২০২১

বিধানসভার অধ্যক্ষের সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ রাজ্যপালের

এবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল নিজেই টুইট করে জানিয়েছেন সে কথা। আজ শুক্রবার বিকেল চারটে নাগাদ এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিন সকালে রাজ্যপাল টুইট করে লেখেন, "শুক্রবার বিকেল চারটে নাগাদ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে সাক্ষাৎ করবেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজভবনেই হবে বৈঠক। রাজ্যপালের উদ্যোগে এই সাক্ষাৎ হচ্ছে।"

https://twitter.com/jdhankhar1/status/1418409516576645127

সাম্প্রতিককালের বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায় কে বসানো নিয়ে অধ্যক্ষের ভূমিকায় নিন্দা করেছিলেন তিনি। এমনকি অধ্যক্ষ তার পদের অপমান করছেন বলেও চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বিধানসভায় রাজ্যপালের ভাষণ বন্ধ করে দেয়ার বিষয় নিয়েও স্পিকার কে চিঠি লিখে অভিযোগ করেছিলেন তিনি। পাল্টা স্পিকারের তরফেও অভিযোগ করা হয়েছিল। জানানো হয়েছিল ইচ্ছাকৃতভাবেই একাধিক বিল আটকে রেখেছেন রাজ্যপাল। তবে হঠাত্‍ কেন স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে রাজ্যপাল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।