মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

‘জঙ্গিদের উপত্যকা থেকে মুছে ফেলাই আমাদের লক্ষ্য’, কাশ্মীর সফরে হুঁশিয়ারি অমিত শাহের!

০৬:৪৪ পিএম, অক্টোবর ২৪, ২০২১

‘জঙ্গিদের উপত্যকা থেকে মুছে ফেলাই আমাদের লক্ষ্য’, কাশ্মীর সফরে হুঁশিয়ারি অমিত শাহের!

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভূস্বর্গের অশান্ত পরিবেশের তোয়াক্কা না করেই তিনদিনের কাশ্মীর সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তাঁর সফরের দ্বিতীয় দিন। এর মধ্যে গতকালই কাশ্মীর নিয়ে আগামী দিনে কেন্দ্রের মোদী সরকারের পরিকল্পনা কী তা বুঝিয়ে দিয়েছেন। আজ আরও একবার স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, জম্মু ও কাশ্মীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হৃদয়ে রয়েছে। উপত্যকার উন্নয়নে এক নতুন যুগের সূচনা হয়েছে। সেই উন্নয়নে আর কেউ বাধা দিতে পারবে না।

গতকালই শ্রীনগরে আয়োজিত এক বৈঠকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অমিত শাহ। তাঁর প্রশ্ন ছিল, উপত্যকায় এতো কড়া নিরাপত্তা সত্ত্বেও কেন এতো বাড়-বাড়ন্ত জঙ্গিদের? কেন জঙ্গিদের নিশানায় সাধারণ মানুষ? অমিত শাহের সেই বক্তব্যের পর আজ ফের এক সাধারণ কাশ্মীরির মৃত্যু হয়েছে। এর মধ্যেই আজ ফের জঙ্গিদের বিরুদ্ধে জম্মুতে এক সভায় সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য একজনও সাধারণ নাগরিকের যেন মৃত্যু না হয়। কিন্তু জঙ্গিদের উপত্যকা থেকে মুছে ফেলা হবে।’

আজ জম্মুতে এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ‘জম্মু ও কাশ্মীরে যে উন্নয়নের ঢেউ শুরু হয়েছে, তা আর কেউ বন্ধ করতে পারবে না। এই মাটি ঈশ্বরের মাটি। এখানে মাতা বৈষ্ণোদেবীর মন্দির রয়েছে, প্রেম নাথ দোগরার মন্দির রয়েছে। এই মাটিতে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগের কথা রয়েছে। জম্মু ও কাশ্মীরের শান্তি পরিস্থিতি যাঁরা বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের আমরা কখনও সফল হতে দেব না।’

https://twitter.com/ANI/status/1452201637209157635

অন্যদিকে, এদিন তিনি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের একহাত নেন। তিনি বলেন, ‘বিগত ৭০ বছর ধরে এই তিনটি পরিবার জম্মু ও কাশ্মীরের জন্য কী করেছে? এখন প্রতিটি গ্রামে একটি করে পঞ্চায়েত রয়েছে। এখন আর এখানে ওই তিন পরিবারের কোনও দাদাগিরি চলবে না।’

এছাড়াও তিনি বলেন যে, ‘এই তিন পরিবার আমাদের নতুন শিল্প নীতিকে গুরুত্ব দিতে চায়নি। কিন্তু বাস্তব চিত্র বলছে ইতিমধ্যেই ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে। ২০২২ সালের মধ্যে ৫১ হাজার কোটি টাকার বিনিয়োগ চলে আসবে। এর ফলে প্রায় পাঁচ লাখ যুবক-যুবতীর কর্মসংস্থান হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই অমিত শাহ জানিয়েছেন, আবার রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর। উপত্যকায় গিয়ে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, আসন পুনর্বিন্যাস এবং বিধানসভা নির্বাচনের পরই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। উল্লেখ্য সংবিধান থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথমবার জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছেন অমিত শাহ।