বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সরকার ব্যবসা করবে না, নির্বাচনের মুখে বেসরকারিকরণের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

০৯:৪৯ এএম, ফেব্রুয়ারি ২৫, ২০২১

সরকার ব্যবসা করবে না, নির্বাচনের মুখে বেসরকারিকরণের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
বংনিউজ২৪x৭ডিজিটাল ডেস্কঃ সামনেই পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের মুখে ফের একবার বেসরকারিকরণ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের বেসরকারিকরণ নীতির তীব্র প্রতিবাদ করছেন আক্রমণাত্মক ভাষায়, ঠিক তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেসরকারিকরণের সমর্থনেই জোর সওয়াল করলেন। এবার নরেন্দ্র মোদী বাজেটে ঘোষিত একাধিক সংস্কার নিয়ে সোচ্চার হলেন। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, বহু সরকারি সংস্থা ক্ষতিতে চলছে। তাদের বাঁচিয়ে রাখতে হচ্ছে করদাতাদের টাকায়। এক্ষেত্রে সরকারের দায়িত্ব, দেশের শিল্প সংস্থাগুলির পাশে দাঁড়ানো। তাদের সবরকমভাবে সাহায্য করা। কিন্তু বর্তমান সময়ে কোনও শিল্প সংস্থার মালিক হওয়া বা ব্যবসা করা সরকারের কাজ নয়। বাস্তবে সেটা সম্ভবও নয়। তাই সরকারের লক্ষ বা উদ্দেশ্যে হওয়া উচিত জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্পে গুরুত্ব দেওয়া। বুধবার বেসরকারিকরণের উপর হওয়া এক অনলাইন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, দেশের আর্থিক বৃদ্ধিতে গতি আনতে স্পষ্ট দিশা দেওয়া হয়েছে এবারের কেন্দ্রের বাজেটে। চারটি ক্ষেত্র ছাড়া দেশের অধিকাংশ সরকারি ক্ষেত্রে বেসরকারিকরণ করতে চায় দেশের বর্তমান কেন্দ্র সরকার। দেশের একাধিক সরকারি প্রতিষ্ঠানকে ক্রমশ বেসরকারিকরণ করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। এইসব সংস্থার মধ্যে রয়েছে এলআইসি, এয়ার ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়াম, পবন হংস, শিপিং কর্পোরেশনের মতো সংস্থা। https://twitter.com/ANI/status/1364563594638020618 প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে স্পষ্ট করে জানিয়েছেন যে, সরকার চায় অল্প কয়েকটি সংস্থাকে সরকারের নিয়ন্ত্রণাধীনে রাখতে। তিনি বলেন, দেশের বহু সরকারি সংস্থা রয়েছে, যেগুলি লোকসানে চলছে। ওইসব ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ হলে, একদিকে যেমন মানবসম্পদের উপযুক্ত ব্যবহার হবে, তেমনই ওইসব ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারও হবে। প্রসঙ্গত উল্লেখ্য, দেশে রাষ্ট্রায়ত্ত সংস্থার সংখ্যা বর্তমানে ৩০০ থেকে কমিয়ে ২৪ করার কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার বিষয়টি সম্প্রতি জনসমক্ষে ফাঁস হয়ে গিয়েছিল। তাই এবার সরাসরি না বললেও, বুধবার বিলগ্নিকরণের বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মূল বক্তব্য এ বিষয়ে, ব্যবসা করা সরকারের কাজ নয়। ফলে হাতে গোনা কয়েকটি সংস্থা ছাড়া বাকি সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণে কেন্দ্রের বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।