শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আরজিকরের চিকিৎসকদের সমর্থনে প্রতীকী অনশন অভিভাবকদের

১০:০৯ পিএম, অক্টোবর ২৩, ২০২১

আরজিকরের চিকিৎসকদের সমর্থনে প্রতীকী অনশন অভিভাবকদের
এবার আরজিকরের আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়ালেন তাঁদের অভিভাবকরা। এবার অভিভাবকরাও প্রতীকী অনশনে অংশগ্রহণ করে তাঁদের আন্দোলনকে সমর্থন করলেন। একইসঙ্গে এই গোটা বিষয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি করেছেন। [caption id="attachment_36861" align="alignnone" width="1280"] আরজিকরের চিকিৎসকদের সমর্থনে প্রতীকী অনশন অভিভাবকদের[/caption] টানা ২০ দিন ধরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাসপাতালের জুনিয়র চিকিত্সকরা। ইতিমধ্যেই সিসিইউতে ভর্তি হয়েছেন এক আন্দোলনকারী চিকিত্সক। আজ অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয় এক ছাত্র সন্ধ্যা ছটা নাগাদ অসুস্থ হয়ে ভর্তি হন শিঞ্জন শিকারি নামক এক ছাত্র। তিনিও বেশ ক'দিন ধরে অনশনে ছিলেন। [caption id="attachment_36860" align="alignnone" width="1000"] আরজিকরের চিকিৎসকদের সমর্থনে প্রতীকী অনশন অভিভাবকদের[/caption] যদিও এদিন পরে কাজে যোগ দিতে চেয়ে চিঠি দেন ইন্টার্নরা। এদিন, বিক্ষোভ মঞ্চে হাজির পড়ুয়াদের অভিভাবকরা উদ্বিগ্ন অভিভাবকরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, "আমরাও চারঘন্টা প্রতীকী অনশন করব পাশাপাশি এই বিক্ষোভ ও অনশনের জন্য দায়ী আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষকে"।