শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অল্পবয়সেই চুল সাদা হয়ে যাচ্ছে! জেনে নিন কি করণীয়

১১:৫৩ পিএম, জুলাই ২৭, ২০২১

অল্পবয়সেই চুল সাদা হয়ে যাচ্ছে! জেনে নিন কি করণীয়

মানব শরীরে যখন মেলানিন উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়, তখনই চুল পাকতে বা সাদা হতে শুরু করে ৷ অপুষ্টি, বংশগতি এবং অন্যান্য নানান কারণের ফলে অল্প বয়সেই অনেক সময় মেলানিন উৎপাদন ব্যাহত হয় ৷ তখনই দেখা দেয় অকালপক্বতা। বংশগত ধারায় অকালে চুল পাকার ধাসমস্যা থাকলে তা পাল্টানো প্রায় অসম্ভব ৷ কিন্তু বেশ কয়েকটি স্বাস্থ্যকর নিয়ম আমরা অনুসরণ করতে পারি। আসুন জেনে নিই সেই সম্পর্কে-

চুলের স্বাভাবিক রং ধরে রাখতে আমলকি বা আমলা প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট ব্যাবহার করতে পারেন৷ আমলকির বীজ বার করে সেটি থেঁতো করে চটকে নিন ৷ তার পর ভাল করে সেই মিশ্রণ চুলের গোড়ায় ঘষে লাগান ৷

দু ভাগ নারকেল তেলের সঙ্গে এক ভাগ লেবুর রস মেশান ৷ তার পর ভাল করে সেই মিশ্রণ স্ক্যাল্প ও চুলে মালিশ করুন ৷

এক চামচ নারকেল তেলে বেশ কিছু করিপাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন ৷ যত ক্ষণ না পাতাগুলো ফুটে কালো হয়ে যায়, তত ক্ষণ ফুটিয়ে নিন৷ এরপর মিশ্রণ ছেঁকে নিয়ে চুলে মালিশ করুন স্নানের আধঘণ্টা আগে৷ তার পর ভাল করে কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

স্নানের এক ঘণ্টা আগে পেঁয়াজের পেস্ট স্ক্যাল্পে লাগিয়ে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন উপকার পাবেন৷