শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সোশ্যাল মিডিয়ায় আচমকাই মেজাজ হারালেন হরভজন সিং! কিন্তু কেন?

১১:১৯ এএম, সেপ্টেম্বর ২৫, ২০২১

সোশ্যাল মিডিয়ায় আচমকাই মেজাজ হারালেন হরভজন সিং! কিন্তু কেন?

সোশ্যাল মিডিয়ায় আচমকাই মেজাজ হারিয়ে বসলেন ভারতীয় অফ স্পিনার হরভজন সিং। গতকাল ছিল ভারতের টি-২০ বিশ্বকাপ জেতার ১৪ বছর পূর্তি। ২০০৭ সালে ২৪ সেপ্টেম্বরই আইসিসি আয়োজিত প্রথম টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আর সেই দলের অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। টি-২০ বিশ্বকাপ জিতেই সেবার প্রথম ধোনির হাতে উঠেছিল কোনও আইসিসি ট্রফি।

কুড়ি ওভারের সেই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ এক সদস্য ছিলেন অফ স্পিনার হরভজন সিংও। তাঁরও সেটাই প্রথম কোনও আইসিসি ট্রফি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে গেলেও বিশ্বকাপ জেতার মুহূর্ত বা সেই বিশেষ দিনকে কি আর ভোলা যায়! ভাজ্জিও তাই বেশ আআবেগপ্রবণ হয়ে সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপ জেতার মুহূর্তের একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে লিখেছেন, 'যখন বিশ্বাস ভয়কে ছাপিয়ে যায়, তখনই সব স্বপ্ন সফল হয়।' তবে সেই ছবি নিয়েই বাঁধল বিতর্ক। আর সঙ্গে সঙ্গে মেজাজ হারালেন ভারতীয় অফ স্পিনার।

আসলে ভাজ্জির পোস্ট করা ছবিতে অধিনায়ক ধোনিকে দেখা যাচ্ছিল না। বদলে দেখা যাচ্ছিল একজনের মুখ ট্রফির ইমোজির আড়ালে ঢাকা। সেইজন্য সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন হরভজন সিং। বহু নেটিজেনই বেশ ক্ষুব্ধ হন। তাঁরা ভাবেন ইমোজির আড়ালে হয়তো ধোনির মুখই লুকিয়েছেন ভাজ্জি। তাই তাঁকে কটাক্ষ করে অনেকেই লেখেন, 'ধোনিকে পছন্দ নয়, তাই কি ওঁর ছবি ক্রপ করে পোস্ট দিলেন?'

https://twitter.com/harbhajan_singh/status/1441274769765134351?t=93LSsM5YwwnI2pqZUyt19g&s=19

এসব দেখেই বিরক্ত হয়ে যান ভাজ্জি। পরে তিনি ইমোজিটি সরিয়ে ছবিটি ফের পোস্ট করেন। তখনই বোঝা যায়, আসলে ধোনি নয়, ট্রফির ইমোজির নীচে ঢাকা পড়েছিল ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের এক ক্যামেরাম্যান। সেই দ্বিতীয় ছবিটি পোস্ট করে হরভজন এরপর লেখেন, 'এবার ক্রপ করা ছাড়া ছবিটি দেখে যতটা পারো চেটে নাও!'

https://twitter.com/harbhajan_singh/status/1441314626642198530?t=RcayQ3lfw_EMnuL8NYRtNQ&s=19