বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

‘বুলেটপ্রুফ শিল্ড প্রয়োজন নেই’, কাশ্মীরিদের মন জিততে অমিত শাহ নিলেন এই সিদ্ধান্ত!

০৯:১১ পিএম, অক্টোবর ২৫, ২০২১

‘বুলেটপ্রুফ শিল্ড প্রয়োজন নেই’, কাশ্মীরিদের মন জিততে অমিত শাহ নিলেন এই সিদ্ধান্ত!

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অমিত শাহের কাশ্মীর সফরের আগে থেকেই উত্তপ্ত উপত্যকা। একের পর এক জঙ্গি হামলা। সেনা-জঙ্গি সংঘর্ষ লেগেই রয়েছে। প্রতিদিনই প্রায় রক্তাক্ত হচ্ছে ভূস্বর্গ। তাই এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই কাশ্মীর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সোমবার সেই নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে দিলেন শাহ। সভামঞ্চ থেকে বললেন, ‘আমজনতার সঙ্গে মুখোমুখি কথা বলতে চাই। কোনও নিরাপত্তার ঘেরাটোপ কিংবা বুলেটপ্রুফ শিল্ড প্রয়োজন নেই।’

এদিন কাশ্মীরের শের-ই-কাশ্মীর কনভেনশন সেন্টারে সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এদিন তাঁর সঙ্গে ছিলেন কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও। সভামঞ্চে তাঁর ডায়াসের চারপাশ বুলেটপ্রুফ কাচে ঘেরা ছিল। কিন্তু তিনি এবং লেফটেন্যান্ট গভর্নর মঞ্চে উঠেই সেই কাচ সরিয়ে দিতে বলেন। নির্দেশ পেতেই সঙ্গে সঙ্গে লেফটেন্যান্ট গভর্নরের দেহরক্ষীরা কাচ সরিয়ে দেন। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন আচরণ এককথায় নজিরবিহীন। পরে তিনি ডাল লেকের শিকারা উৎসবেও যোগ দেন।

https://twitter.com/ANI/status/1452625496802349057

এদিন সভামঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ বলেন যে, ‘আমাকে কটাক্ষ করা হয়েছে। সমালোচনা করা হয়েছে। আমি আজ আপনাদের সঙ্গে মুখোমুখি কথা বলতে চাইছি। এখানে কোনও বুলেটপ্রুফ কাচ নেই, কোনও নিরাপত্তারক্ষী নেই। সাধারণভাবেই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি।’

https://twitter.com/ANI/status/1452581851286020104

অন্যদিকে, এদিন তাঁর বক্তব্যে তিনি তোলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার কথাও। বলেন, ‘আবদুল্লাজি, আমাকে পাকিস্তানের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন। কিন্তু ওঁকে এবং আপনাদের আমি স্পষ্ট করে দিতে চাই, আমি শুধু এই উপত্যকার আমজনতা এবং যুবসমাজের সঙ্গে কথা বলব।’

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্রের মোদী সরকার। এরপর জল অনেক দূর গড়িয়েছে। বহু ঘটনার সাক্ষী থেকেছে উপত্যকা। সেই ঐতিহাসিক ঘটনার দু’বছর পর, তিনদিনের সফরে কাশ্মীরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরের আমজনতার বিশ্বাস জিততে তাঁর এহেন আচরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দেশের রাজনৈতিক মহল।