শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ক্লান্তিতে ঘুম, আর তাতেই ভয়াবহ পথ দুর্ঘটনা শহরে!

১১:১৫ এএম, মার্চ ৩০, ২০২১

ক্লান্তিতে ঘুম, আর তাতেই ভয়াবহ পথ দুর্ঘটনা শহরে!

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফের শহরে ভয়াবহ দুর্ঘটনা! অল্পের জন্য প্রাণরক্ষা হল চালকের। জানা গিয়েছে যে, বেপরোয়া গতিতে চিংড়িঘাটা থেকে প্রগতি ময়দানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ভোরের সময়ে, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি।

জানা গিয়েছে, নাইট ডিউটি সেরে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন এক আইটি কর্মী। প্রগতি ময়দানের কাছে ডিভাইডারে ধাক্কা লেগে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ে ওই গাড়িটি।

তবে, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে চালকের আসনের এয়ারব্যাগ খুলে যাওয়ায়, ওই আইটি কর্মী প্রাণে বেঁচে যান। খবর পেয়ে তৎক্ষণাৎ প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়ির গতি ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। জানা গিয়েছে, ওই আইটি কর্মী চৌবাগার বাসিন্দা। তাঁকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে।

তিনি পুলিশের জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেছেন যে, সারারাত জেগে কাজ করার পর, ক্লান্ত হয়ে পরেছিলেন তিনি। এরপর গাড়ি চালাতে চালাতে ক্লান্তিতেই আচমকা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন ওই ব্যক্তি। আর সেই কারণেই এই দুর্ঘটনা।