IND vs NZ: ইডেনে তৃতীয় টি-২০ ম্যাচের টিকিট বিক্রি শুরু! কীভাবে, কোথায় কাটবেন টিকিট? জেনে নিন

IND vs NZ: ইডেনে তৃতীয় টি-২০ ম্যাচের টিকিট বিক্রি শুরু! কীভাবে, কোথায় কাটবেন টিকিট? জেনে নিন
IND vs NZ: ইডেনে তৃতীয় টি-২০ ম্যাচের টিকিট বিক্রি শুরু! কীভাবে, কোথায় কাটবেন টিকিট? জেনে নিন

সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপের পরই সিরিজ খেলতে ভারতে এসেছে টিম নিউজিল্যান্ড। ভারতের সঙ্গে তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন কিউয়িরা৷ আজ অর্থাৎ ১৭ নভেম্বর সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলা হবে জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে। এরপর আগামী ১৯ নভেম্বর রাঁচিতে দ্বিতীয় ও আগামী ২১ নভেম্বর কলকাতায় তৃতীয় টি-২০ ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া।

প্রায় ২ বছর পর কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলেছে কোনও আন্তর্জাতিক ম্যাচ। তাই ইতিমধ্যে প্রস্তুতি একেবারে তুঙ্গে। অন্যদিকে, সদ্য সমাপ্ত কুড়ি ওভারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ভরাডুবি হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এই সিরিজ হতে চলেছে বদলার! তার উপর রবিবার ইডেনে আবার শেষ ম্যাচ। ফলে এ নিয়ে সমর্থকদের উৎসাহও বেশ তুঙ্গে৷ টিকিটের চাহিদাও প্রায় আকাশছোঁয়া।

IND vs NZ: ইডেনে তৃতীয় টি-২০ ম্যাচের টিকিট বিক্রি শুরু! কীভাবে, কোথায় কাটবেন টিকিট? জেনে নিন
IND vs NZ: ইডেনে তৃতীয় টি-২০ ম্যাচের টিকিট বিক্রি শুরু! কীভাবে, কোথায় কাটবেন টিকিট? জেনে নিন

প্রায় এক দশক আগে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছিল ইডেনে। রবিবারে ম্যাচ হতে চলেছে ইডেনের অষ্টম আন্তর্জাতিক টি-২০। কলকাতার এই স্টেডিয়ামে ইন্ডিয়া-নিউজিল্যান্ড ম্যাচের জন্য একসপ্তাহ আগে থেকেই টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে৷ অনলাইনে টিকিট বুকিং হচ্ছে BookMyShow থেকে। BookMyShow-র ওয়েবসাইট এবং অ্যাপ দুটি বিকল্প থেকেই টিকিট বুকিং চলছে৷ সেখানে গিয়ে টিকিট বুকিং করা যাবে। এছাড়াও অফলাইনে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। যদিও কবে থেকে বা কীভাবে অফলাইন টিকিট পাওয়া যাবে তা এখনও জানানো হয়নি।

উল্লেখ্য, প্রায় ২ বছর পর ইডেনে হতে চলেছে কোনও আন্তর্জাতিক ম্যাচ। কলকাতায় এখন উৎসবের মেজাজ। এর মধ্যেই ইডেনে খেলতে আসবেন রোহিত-সাউদিরা। ফলে শহরের ক্রিকেট পাগল দর্শকদের কাছে টিকিটের চাহিদা তুঙ্গে। ফলে অনলাইনে টিকিট বুকিং শুরু হওয়া মাত্রই নিমেষে স্টক আউট হয়ে গিয়েছে। অন্যদিকে CAB সূত্রে খবর, রবিবারের ম্যাচে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও ইডেনে বসছে বিশেষ আলো। স্টেডিয়ামের চারটে ব্লকের বাইরে সেই আলো বসবে। ভারতে এই প্রথম কোনও ম্যাচে এমন আলোকসজ্জায় সাজছে কোনও স্টেডিয়াম। ফলে হিরের মতো উজ্জ্বলতায় ঝকঝক করবে ক্রিকেটের নন্দনকানন!