বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট আছে বুঝবেন কিভাবে! জেনে নিন

১১:৫৫ পিএম, এপ্রিল ১৬, ২০২১

সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট আছে বুঝবেন কিভাবে! জেনে নিন
সিলিন্ডারে অবশিষ্ট গ্যাসের পরিমাণ জানতে প্রথমে একটা ভেজা কাপড় দিয়ে সিলিন্ডারটিকে খুব ভালো করে মুছতে হবে। খেয়াল রাখতে হবে, সিলিন্ডারের গায়ে যেন কোনো ধুলোর আস্তরণ লেগে না থাকে। এরপর সিলিন্ডার মোছা হয়ে গেলে ২-৩ মিনিট পর দেখবেন সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়ে গিয়েছে, বাকি অংশ তখনও ভেজা রয়েছে। অবাক হওয়ার কিছু নেই। সিলিন্ডারের যে অংশটা শুকোতে বেশি সময় নিচ্ছে, জানবেন সেই অংশেই গ্যাস রয়েছে। আর যে অংশটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে, সেটিতে গ্যাস নেই। এর থেকেই আপনি পরিমান বুঝতে পারবেন। এর কিছু কারণও রয়েছে তা হল, সিলিন্ডারের যেখানে তরল রয়েছে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কিছুটা হলেও কম হয়। ফলে সিলিন্ডারের যে অংশে গ্যাস রয়েছে, সেই অংশে তাপমাত্রার তারতম্যের জন্য শুকাতে বেশি সময় লাগে। সুতরাং, দুশ্চিন্তা করার আর প্রয়োজন নেই। তাই এখন থেকে সিলিন্ডারে ঠিক কতটা গ্যাস রয়েছে তা জানতে চাইলে নিজেই দেখে নিতে পারবেন সমস্ত কিছু।