বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

টেস্ট র‍্যাঙ্কিংয়ে কোহলির আগেই রইলেন রোহিত! অনেক ধাপ এগিয়ে এখন কত নম্বরে শার্দূল ঠাকুর?

০৮:০১ পিএম, সেপ্টেম্বর ৮, ২০২১

টেস্ট র‍্যাঙ্কিংয়ে কোহলির আগেই রইলেন রোহিত! অনেক ধাপ এগিয়ে এখন কত নম্বরে শার্দূল ঠাকুর?

সদ্যপ্রকাশিত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরেই থাকলেন রোহিত শর্মা। ঠিক তাঁর পরেই রয়েছেন কোহলিও। তবে ওভাল টেস্টের সুবাদে দু'জনেরই পয়েন্ট বেড়েছে। টেস্ট র‍্যাঙ্কিংয়ের তালিকায় রোহিতের পয়েন্ট এখন ৮১৩। ছয়ে থাকা বিরাটের রেটিং পয়েন্ট ৭৮৩। কিং কোহলির চেয়ে এখন ৩০ পয়েন্টে এগিয়ে হিটম্যান।

[caption id="attachment_30561" align="alignnone" width="1878"]টেস্ট র‍্যাঙ্কিংয়ে কোহলির আগেই রইলেন রোহিত! অনেক ধাপ এগিয়ে এখন কত নম্বরে শার্দূল ঠাকুর? টেস্ট র‍্যাঙ্কিংয়ে কোহলির আগেই রইলেন রোহিত! অনেক ধাপ এগিয়ে এখন কত নম্বরে শার্দূল ঠাকুর?[/caption]

চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ৩ টেস্ট মিলিয়ে ২৩০ করেছেন রোহিত শর্মা। যার মধ্যে রয়েছে দুটি অর্ধশতরানও। আশির ঘরেও রান করেছেন তিনি। এরপর ওভাল টেস্টে জ্বলে উঠেছে রোহিতের ব্যাট। ওভালে দ্বিতীয় ইনিংসে অনন্য সেঞ্চুরির (১২৭) সুবাদে টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে নিজের জায়গা পাকা করার পাশাপাশি নিজের রেটিং পয়েন্টও বাড়িয়ে নিলেন রোহিত।

[caption id="attachment_30562" align="alignnone" width="1000"]টেস্ট র‍্যাঙ্কিংয়ে কোহলির আগেই রইলেন রোহিত! অনেক ধাপ এগিয়ে এখন কত নম্বরে শার্দূল ঠাকুর? টেস্ট র‍্যাঙ্কিংয়ে কোহলির আগেই রইলেন রোহিত! অনেক ধাপ এগিয়ে এখন কত নম্বরে শার্দূল ঠাকুর?[/caption]

অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্ট মিলিয়ে কোহলির ব্যাট থেকে এসেছে মাত্র ১২৪ রান। শতরান অধরা, অর্ধশতরানও একটি। ওভালে হাতছাড়া হয়েছে হাফ সেঞ্চুরিও। তিনি কিছুটা ছন্দে ফিরলেও আগের চেনা ফর্ম এখনও ফিরে পাননি। তবে রোহিতের মতো তাঁরও রেটিং পয়েন্ট কিছুটা হলেও বাড়ল। আপাতত কোহলির স্থান ছ’য়ে।

তবে টেস্ট র‍্যাঙ্কিংয়ের সবচেয়ে চমকপ্রদ বিষয় হল শার্দূল ঠাকুরের তালিকায় এগিয়ে আসা। ওভাল টেস্টে বলের পাশাপাশি ব্যাট হাতেও কামাল করেছেন তিনি। প্রথম ইনিংসে দুরন্ত ৫৭ রানের পর দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে এসেছে ৬০ রান। এই জোড়া হাফ সেঞ্চুরির জেরেই ৭৯ থেকে ৫৯ নম্বরে উঠে এলেন ভারতীয় অলরাউন্ডার।

এবার একনজরে দেখে নেওয়া যাক টেস্ট র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে রয়েছেন কোন কোন ব্যাটসম্যান-

১. ইংরেজ অধিনায়ক জো রুট (৯০৩ পয়েন্ট) ২. নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়ামসন (৯০১ পয়েন্ট) ৩. অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৮৯১ পয়েন্ট) ৪. অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে (৮৭৮ পয়েন্ট) ৫. ভারতীয় ওপেনার রোহিত শর্মা (৮১৩ পয়েন্ট) ৬. ভারত অধিনায়ক বিরাট কোহলি (৭৮৩ পয়েন্ট) ৭.পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (৭৪৯ পয়েন্ট) ৮. অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৭২৪ পয়েন্ট) ৯. সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক (৭১৭ পয়েন্ট) ১০. নিউজিল্যান্ডের হেনরি নিকোলস (৭১৪ পয়েন্ট)