শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

মাস্ক না পরে ট্রেনে সফর করলেই দিতে হবে মোটা অংকের জরিমানা, আজই হন সতর্ক

১১:১২ পিএম, নভেম্বর ৩, ২০২১

মাস্ক না পরে ট্রেনে সফর করলেই দিতে হবে মোটা অংকের জরিমানা, আজই হন সতর্ক

দীর্ঘ ৬ মাস পর অপেক্ষার অবসান। অবশেষে চলছে লোকাল ট্রেনের চাকা। করোনার প্রকোপে এতদিন বন্ধ ছিল স্কুল এবং রেল পরিষেবা। কিছুদিন আগেই স্কুল খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। আর তারপরই ৭০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলার অনুমতি। তবে এবার লোকাল ট্রেনে চড়লেই মানতে হবে বিশেষ কিছু নিয়ম। মাস্ক পরা বাধ্যতামূলক সকলের জন্য। আর সেই জন্য প্রতিটি স্টেশনে টিটিরা তৎপর। স্টেশনে হবে কড়া চেকিং। মাস্ক না পরলেই জরিমানা।

ইতিমধ্যেই দেখা গেছে হাওড়া স্টেশনে যাত্রীদের মাস্ক পরা নিয়ে প্রচুর কড়াকড়ি। এমনকি শোনা গিয়েছে রেল কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে টার্গেট। প্রতিদিন অন্তত চারজন যাত্রীদের ধরতে হবে যারা মাস্কবিহিন হয়ে সফর করছেন। এমনকি ট্রেনের ভেতরেও মাস্ক না পরে সফর করলে হবে জরিমানা ।

এই জরিমানার পরিমাণ ৫০০ টাকা। অর্থাৎ ট্রেনে কোথাও সফর করতে হবে মাস্ক নিয়ে সতর্ক থাকুন। টিটির চোখে বিনা মাস্কে ধরা পড়লেই পকেট থেকে যাবে ৫০০ টাকা। তাছাড়াও করোনা যাতে না বাড়ে নিজের স্বাস্থ্য নিয়ে সতর্কতা অবলম্বন করতেও মাস্ক পরা খুবই জরুরি।